মকর সংক্রান্তি স্নান, পরশুরাম কুন্ড, অরুণাচল প্রদেশ।
Автор: HAPPY GUY
Загружено: 2026-01-18
Просмотров: 21
Описание:
১৪ জানুয়ারি , ২০২৬ খ্রিস্টাব্দ।।
আমরা মকর সংক্রান্তি উপলক্ষে পরশুরাম ব্রহ্ম কুন্ড, তেজু, অরুণাচল প্রদেশ গেছিলাম।
জায়গা টা অনেক অনেক দূর।। সভ্যতার কলুষ মুক্ত এখনো পর্যন্ত।।
শ্রীমৎ পরশুরাম এক এঁড়ে বাছুর এর তার মা এর সংলাপে খুঁজে পান এই স্থান , যেখানে মকর সংক্রান্তি এর পূণ্য তিথি তে স্নান করে সেই বাছুর ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়েছিলেন , আর ভৃগু কুল রাম শ্রী পরশুরাম তারি পিছু পিছু এখানে স্নান করে মুক্ত হয়েছিলেন মাতৃ হত্যার মত ভয়ানক পাপ থেকে।।
এই কুন্ড টি ব্রহ্ম পুত্র নদ এর উপ নদ লোহিত নদ এ স্থিত।। এখনে প্রাকৃতিক ক্ষয় কার্যে গঠিত অবিকল একটি ষাঁড় এর মূর্তি গঠিত আছে কুন্ডের ঠিক পাশে।। অপরূপ সৌন্দর্য এবং কুমারী এই স্থান।।
আজ হতে প্রায় ১০০ বছর আগে আমার পিতামহ সুদূর বাংলাদেশের ফরিদপুর থেকে নৌকা যোগে আমার প্রপিতামহ আর প্র পিতামহি কে সাথে নিয়ে এই স্থানে এসেছিলেন ।। প্রপিতামহ এখানে স্নান এর পর দেহ রক্ষা করেন এই স্থানে।। সেই ঘটনার পর আমি প্রথম বংশধর যে ওই স্থানে আবার স্নান এ গেলাম।
নিকটবর্তী শহর - তেজু
জেলা - লোহিত
রাজ্য - অরুণাচল প্রদেশ।
গেছিলাম - আমি আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক এর ভ্রাতৃ প্রতীম - শোভন পাত্র।। বন্দে মাতরম 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: