রিমান্ড, পুলিশী নির্যাতন ও হেফাজতে মৃত্যু, দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মৃত্যুকালীন জবানবন্দি!
Автор: LAW TIPS BD
Загружено: 2023-03-22
Просмотров: 204
Описание:
আইন পেশা ও সাংবাদিকতা করার সুবাদে বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ সহ অপজিশনের অনেক রাজনীতিককে বলতে শুনেছি, মামলায় তারা ভয় পান না। এমনকি কারাবরণেও। ভয় শুধু রিমান্ড নিয়ে। আবার তারা এমনও বলেন, আল্লাহ কোনোদিন ক্ষমতায় নিলে রিমান্ডের নামে এ পুলিশি বর্বরতার অবসান ঘটানোর উদ্যোগ নেবেন। বাস্তবে অপজিশনের এ রাজনীতিকরা পজিশনে গিয়ে আগের কথা ভুলে যান। ভীতিকর রিমান্ডই তখন তাদের খুব ডিমান্ড। প্রতিপক্ষকে শিক্ষা দিতে তারাই মামলার খেলায় নামেন। গ্রেফতার করান। গ্রেফতারের পর রিমান্ড নিশ্চিত করান। রিমান্ডে পাঠানোর পর খবর নেন ঠিকভাবে থেরাপি দেয়া হচ্ছে কি না!
আবার দোষস্বীকারোক্তি একটি ভয়ঙ্কর শব্দ, যদি তা হয় ভীতিপ্রদর্শণপূর্বক। ফৌজদারী বিচারব্যবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও বাংলা ভাষায় তেমন কোন বই নেই। কর্মজীবনে এ অভাব বোধ থেকে সকলের অভাব দূরীকরণার্থে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। সহজবোধ্য ভাষায় সংক্ষিপ্ত বিবরণ দিয়ে প্রতিটি বিষয়ের আলোচনা করা চেষ্টা করেছি মাত্র। মহামান্য সুপ্রীম কোর্ট এর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অভিমত বাংলা ভাষায় প্রকাশ করতে গিয়ে প্রকাশ ভঙ্গিতে ত্রুটি থাকতে পারে, তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
বইটি প্রকাশের পর পাঠক সমাজসহ যদি এদেশের একজন মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার সংরক্ষিত হয় তাহলেই আমার এ ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে বলে আমি মনে করব। বইখানি প্রণয়নে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের যে সকল লেখকবৃন্দের বই থেকে সাহায্য গ্রহণ করা হয়েছে আমি তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংশ্লিষ্ট বিষয়সমূহের উপর বেশ পড়াশুনা করে বইটি ভাল করতে চেষ্টা করেছি। আইনের ছাত্র-শিক্ষক, বিচারক, আইনজীবী ও আইন পিপাসুগণদের জন্য এ বইখানি খুবই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তবুও নানা ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। আশা করি পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা দেখবেন। সর্বোপরি পাঠকের সচেতনতা ও মৌলিক অধিকার বাস্তবায়নে বইটি সহায়ক হলে আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করব।
#remandagahakprabhat
#164
#Dying_declaration
#law_tips_bd
#confession
#01716856728
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: