ঐ পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্ণার গান
Автор: Chowdhury Abdul Halim
Загружено: 2020-07-12
Просмотров: 1373
Описание:
গানের কথা ও সুরঃ
চৌধুরী আবদুল হালিম
গানটি রচনার প্রক্ষাপটঃ
১৯৮১ সালের কথা। আমাদের একটা গানের দল ছিল।চুনতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে গানের দলসহ বেড়াতে যাই। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাকৃতিক পরিবেশে বেষ্টিত ছিল।সন্ধ্যায় প্রতিষ্ঠান সংলগ্ন পাহাড়ের পাদদেশে আমরা ক'জন চাঁদনী আলোয় উৎফুল্ল মনে হাঁটছিলাম। সাথে ছিল চৌধুরী গোলাম মওলা সহ কয়েকজন। একদিকে পাহাড়, গাছ গাছালি, উপরে চাঁদনী আলো, ঝিরঝিরে বাতাস বইছিলো।একটু দূরে পাহাড়ের উপর থেকে টিউবওয়েল থেকে পানি নিচের দিকে পড়ছিল,অনেকটা ঝর্ণার মত। এই সবের প্রতি ইংগিত করে গোলাম মওলাকে বললাম "দারুণ পরিবপশ। গান লিখা যায়। হাটতে হাটতে মওলা বলে উঠলো ঐ পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্ণার গান সাথে সাথে আমি যোগ করলাম " জানিগো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান"।
এর পর ঐ দিন আর কথা সৃষ্টি হয়নি, অন্য আলোচনায় চলে গেলাম।পরবর্তীতে শহরে ফিরে ধীরে ধীরে আমি প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা তৈরী করি।এর পর বেশ সময় নিয়ে কথার উপর সুরারোপের কাজ করি।এক সময় এক সময়ে এটি পূর্ণাঙ্গ গানে রূপান্তরিত হয়। প্রচলিত " হামদ" এর তুলনায় এটি কথা ও সুরের দিক থেকে একটু ব্যতিক্রম হওয়ায় সংগীত প্রিয় আস্তিকদের কাছে গানটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। গানটি দেশে, বিদেশে অনেক শিল্পী গেয়েছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: