Hindu wedding ceremony[অনিতা ও প্রবীরের বিয়ের অনুষ্ঠান]
Автор: Nitai babu
Загружено: 2021-02-07
Просмотров: 121
Описание:
বিয়ে মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। বাঙালি হিন্দু বিবাহের লৌকিক আচার বহুবিধ। এই প্রথাগুলি বর্ণ, শাখা, উপশাখা এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন প্রকারের হয়। এগুলির সঙ্গে বৈদিক প্রথাগুলির কোনও যোগ নেই।
উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত দুইটি আচারগত বিভাগ লক্ষিত হয়। যথা, বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি “স্ত্রী আচার” নামে পরিচিত। বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলি হল কুশণ্ডিকা, লাজহোম, সপ্তপদী গমন, পাণিগ্রহণ, ধৃতিহোম ও চতুর্থী হোম।
বৈদিক আচারগুলির সঙ্গে লৌকিক আচারগুলির কোনও সম্পর্ক নেই। লৌকিক আচারগুলি অঞ্চল, বর্ণ বা উপবর্ণভেদে এক এক প্রকার হয়। নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে লৌকিক আচার তো বটেই বিবাহের মৌলিক আচারগুলির ক্ষেত্রেও সম্প্রদায়ভেদে পার্থক্য লক্ষিত হয়।
বিয়ে মানেই এক জন অপর জনকে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিগুলিকে সারা জীবন প্রেম, নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করা। বিয়ে মানেই যে কেবল মাত্র দু’টি মনের মিলন তা নয়, একটি পরিবারের সঙ্গে অন্য একটি পরিবারের মিলন। বিয়েতে অনেক নিয়ম কানুন মানা হয়।
বি:দ্র: নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড চিত্তরঞ্জন কটন মিলস্ আটপাড়া নিবাসী শ্রী নিতাই চন্দ্র পাল ও শ্রীমতী অর্চনা রানী পাল'র একমাত্র মেয়ে অনিতা রানি পাল'র সাথে গোপালগঞ্জ সদর বৌলতলী বাজার সংলগ্ন করপাড়া গ্রামের শ্রী রতন বিশ্বাস'র (রতন মাস্টার) তৃতীয় ছেলে শ্রী প্রবীর বিশ্বাস'র বিবাহ অনুষ্ঠান-২০০৭ইং। আজ অনিতার গায়েহলুদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: