সূরা মূলক মুখস্থের স্টাডি চ্যালেঞ্জ ৬ষ্ট দিন | আয়াত-৬
Автор: নাসিহাহ্
Загружено: 2020-08-06
Просмотров: 71
Описание:
সূরা মূলক মুখস্থের স্টাডি চ্যালেঞ্জ💗
[৬ম দিন | আয়াত-৬]
আসুন প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করার চ্যালেঞ্জ গ্রহণ করি ইনশাআল্লাহ।
সূরা আল-মূলক (الملك), আয়াত: ৬
وَ لِلَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ عَذَابُ جَہَنَّمَ ؕ وَ بِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۶﴾
উচ্চারণঃ ওয়া লিল্লাযীনা কাফারূবিরাব্বিহিম ‘আযা- বুজাহান্নামা ওয়াবি’ছাল মাসীর।
অর্থঃ যারা তাদের রাব্বকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওটা কত মন্দ প্রত্যাবর্তন স্থল!
🔵সুরা মূলক মুখস্তের চ্যালেঞ্জ।
🔴সহজে মুখস্থের টিপস👇👇
💠সূরা মূলক-কে পরকালের বন্ধু বলা হয়। আমরা ইনশাআল্লাহ প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করে মাত্র ৩০ দিনে আমরা আমাদের পরকালের বন্ধুর বন্ধুত্বকে বরণ করে নিতে পারবো, ইনশাআল্লাহু তা'আলা। আমি আশাবাদী কেউ এই সুযোগটাকে হাতছাড়া করবেন না।
💠কুরআন খুলে দেখে দেখে প্রথমে কয়েকবার শুধু দৈনন্দিন আয়াতটা পড়বেন। তারপর যেইভাবে আপনি অন্যান্য পড়া মুখস্ত করেন ঠিক সেইরকম ভাবেই আয়াতগুলোও মুখস্ত করবেন।
💠দিনে কয়েকবার বা প্রতি ওয়াক্তে নামায শেষ করে এই একটা আয়াত কয়েকবার পড়লে ইনশাআল্লাহ সেই দিনেরটা মুখস্ত হয়ে যাবে।
💠ধৈর্য ধারণ করতে হবে। কেননা শয়তান এটা মোটেও চাইবেনা আপনি সূরা মূলকের হাফেজ হয়ে যান।
💠প্রতিদিন আপনাকে কমপক্ষে একটি আয়াতের উপর অবশ্যই অবশ্যই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিতেই হবে (তবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে মুখস্থ করতে পারলেও ভালো বা কারো যদি একটু বেশি সময় লাগে তবুও চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ)।
💠কুরআন থেকে দেখে দেখে মুখস্ত করুন। কুরআন থেকে দেখে মুখস্ত করে কয়েকবার ভিডিও মশক্বের সাথে চর্চা করুন। তাহলে আপনার মুখস্থের সাথে সাথে তিলাওয়াতটাও ১০০% সহীহ্ হবার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।
💠পোস্টগুলো টাইমলাইনে শেয়ার দিয়ে রাখলে দৈনিক বার বার পড়তে সুবিধা হবে।
💠যারা কুরআন পড়তে জানেন না তাদের হতাশ হবার কোন কারণ নেই। আপনারা বারবার ভিডিওর সাথে সাথে চর্চা করতেই থাকুন, করতেই থাকুন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট বেশি হলেও মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যার যত বেশী কষ্ট হবে এই কুরআন শিখতে আল্লাহ পাক নেকির দিক থেকেও তাকে অনেক বেশীই দিবেন [সুবহানআল্লাহ]। অতএব হতাশ হবার কোন কারণ নেই।
💠পূর্বের মুখস্ত করা আয়াত গুলো নতুন আয়াত শেখার সাথে সাথে প্রতিদিন পুনরাবৃত্তি করতে হবে।
💠আরবি মুখস্থ করতে শুরুতেই মুখের জড়তা দূর করা সবচাইতে জরুরী। মুখের জড়তা যত দ্রুত দূর হবে ততো দ্রুত মুখস্থ করা সম্ভব। প্রতিদিন অল্প অল্প করে দেখে দেখে কুরআন পড়ুন (ফোনের কুরআন এ্যাপসেও পড়তে পারেন)। তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ।
💠ব্যস্ততার কারণে বা কোন কারণে যদি কোনদিনের আয়াত মুখস্থ করতে মিস হয় তাহলেও ধৈর্য হারাবেন না, একটু কষ্ট করে একসাথে দুদিনের আয়াত মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ।
⭕ আল্লাহ আমাদের সবাইকে সূরা মূলক মুখস্থ করার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক আমিন।
🔺পোস্টটি কপি/শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন এবং আপনার বন্ধুদের কমেন্টবক্সে ম্যানশন করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: