আপনি কি মাছের পোনা কিনে প্রতারণা হয়েছেন ||ময়মনসিংহ মৎস্য হ্যাচারি মাছের পোনা উৎপাদন বিক্রয়।।
Автор: FishMarketBD
Загружено: 2025-01-21
Просмотров: 548
Описание:
আপনি কি মাছের পোনা কিনে প্রতারণা হয়েছেন ||ময়মনসিংহ মৎস্য হ্যাচারি মাছের পোনা উৎপাদন বিক্রয়।।
মাছ চাষের জন্য মাছের পোনা ক্রয় করার জন্য যোগাযোগ করুন -01734494983(ইমু -whatsapp)।
সরাসরি হোম ডেলিভারি দেওয়া সুব্যবস্থা রয়েছে।।
ময়মনসিংহ।।
#fish
#fishing
#fishcutting
#মাছ চাষ
তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি,মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা,মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার দাম,মাছ হবে ২ কেজি+ টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া,তেলাপিয়া মাছ চাষ,মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কোথায় পাওয়া যায়,মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া চাষ,মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি,মনোসেক্স তেলাপিয়ার পোনা,টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা,তেলাপিয়া মাছের পোনা,মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি,মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার উপায়,মনোসেক্স তেলাপিয়া মাছের খাবার তালিকা
তেলাপিয়া মাছ চাষের করণীয়
শুরুতেই মাপের পুকুর নির্বাচন বা খননের পর অবাঞ্ছিত পোকামাকড় ও আগাছা দমন করতে হবে। এর পরে পুকুরে বিঘা প্রতি ৩০ কেজি কলিচুন এবং ৩ থেকে সাড়ে ৩ কেজি করে ইউরিয়া ও সিঙ্গল সুপার ফসফেট ও ৬০০ গ্রাম মতো মিউরিয়েট অফ পটাশ প্রয়োগ করতে হবে (প্রতি হেক্টরে ২২৫-২৫০ কেজি চুন, ২২-২৫ কেজি করে ইউরিয়া এবং ৪.৫ – ৫ কেজি মিউরিয়েট অব পটাশ)। পুকুরের পাড়ের চার দিকে জাল দিয়ে ঘিরে দিতে হবে বা এমন ব্যবস্থা করতে হবে যেন ব্যাঙ বা সাপের উপদ্রব না হতে পারে।
প্রয়োজনীয় পরামর্শঃ
১। তেলাপিয়া মাছ চাষের পুকুরের গভীরতা অন্তত ৪৫ সেন্টিমিটার থেকে ১২৫ সেন্টিমিটার (১.৫ ফুট থেকে ৪ ফুট) হওয়া প্রয়োজন।
২। তেলাপিয়া মাছ চাষের আগেই পুকুরের পাড়সমূহ মজবুত করতে হবে। তা না ওর করে হলে পুকুর থেকে মাছ বেরিয়ে যেতে পারে কিংবা মাছ চাষে লোকসান হতে পারে। দো
৩। তেলাপিয়া চাষ করা পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পৌছায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। এছাড়াও তেলাপিয়া চাষের পুকুরে জলজ উদ্ভিদ ও আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: