বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অভয়ারণ্য পাহাড় এবং জঙ্গলের তলদেশ দিয়ে আন্তঃনগর রেললাইন | অলিপা টিভি
Автор: Alipa Tv
Загружено: 2023-01-25
Просмотров: 502
Описание:
#alipatv #harun #megaprojectbd
বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অভয়ারণ্য পাহাড়ি এলাকার পাহাড় এবং জঙ্গলের তলদেশ দিয়ে আন্ত নগর রেললাইন স্থাপন |
এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোপ্রথম বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনবিভাগ এলাকায় মাটির তলদেশ দিয়ে এলিফ্যান্ট ওভারপাস নামে খ্যাত আন্ডার গ্রাউন্ড রেললাইন স্থাপনার কাজ চলছে পুরো দমেই। দর্শক আজ আপনাদেরকে নিয়ে যবো চট্টগ্রাম শহর থেকে প্রায় আশি কিলোমিটার দুরে লোহাগাড়া চুনতি এলিফ্যান্ট ওভারপাস এরিয়াতে । বাংলাদেশের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন মেগাপ্রকলপের মধ্যে এটি অন্যতম। নির্মান শেষে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার গামি আন্ত নগর ট্রেন চলাচল করবে এইরুটে। প্রাকৃতিক পরিবেশ এবং বন্যপ্রাণী অভয়ারণ্যেের কথা মাথায় রেখেই বর্তমান সরকার এই গুরুত্বপূর্ণ মেগাপ্রকলপটি গ্রহন করেছেন। দর্শক প্রকলপের কাজ শেষ হলে ব্যাপারটা হবে এমন পাহাড়ি মাটি এবং জঙ্গলের তলদেশ দিয়ে চলবে ট্রেন আার ঠিক উপর দিয়েই চলাচল করবে হাতি সহ অন্যানয বন্য প্রাণী কিন্তু মজার ব্যাপার হলো বন্য প্রাণীরা বুঝতে ও পারবে না যে তাদের পায়ের নিচে দিয়েই চলাচল করছে ট্রেন, তাই তাদের জীবন জাপনে কোন ধরনের বিরূপ প্রভাব পড়বেনা অপরদিকে মানব সম্প্রদায়ের যোগাযোগ ব্যাবস্থার হবে অত্যাধুনিক পরিবরতন। পোরোকলপটির কাজ চলছে প্রায় তিন বছর ধরে, তবে এই বছরের মাঝামাঝিতেই পরোকলপটির কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংসিলিষঠ কতৃপক্ষ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: