অনুপ্রেরণায় বঙ্গবন্ধু | শিক্ষা উপ-মন্ত্রী | ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
Автор: BIJOY TV
Загружено: 2019-08-11
Просмотров: 450
Описание:
অনুপ্রেরণায় বঙ্গবন্ধু |
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপ-মন্ত্রী
মুজিববর্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন ‘‘অনুপ্রেরণায় বঙ্গবন্ধু’’ অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন "একটি মানুষের যে সমস্ত মৌলিক গুণাবলী গুলো থাকার প্রয়োজন আছে। সেটা রাজনীতি হোক, সেটা ব্যবসা হোক, সেটা পেশা হোক, সেটা যে কোন ক্ষেত্রেই মানুষ হিসাবে সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সমস্ত গুণাবলী একজন মানব সন্তানে থাকা প্রয়োজন। সে গুলো আমি বঙ্গবন্ধুর জীবন থেকে তার জীবনী নিয়ে যে বই পত্র লেখা হয়েছে সেখান থেকে শিখেছি। যেমন এক জন মানুষকে আমি বিশ্বাস করি সভ্য সমাজে বেঁছে থাকতে হোলে প্রথমে তাকে সহনশীল হতে হয়। এই সহনশীলতা বঙ্গবন্ধুর জীবন থেকে আমরা শিখেছি।
যে তিনি রাজনৈতিক বিরোধিতা তার সাথে অনেকের ছিলও কিন্তু রাজনৈতিক মতাদর্শের মধ্যে সেই বিরোধিতা থাকার স্বার্থেও তার মধ্যে যে সহনশীলতা একজন রাজনীতিবিদ হিসাবে ছিলও সে সহনশীলতা আমরা কি আমাদের ব্যক্তি জীবনে চর্চা করছি কিনা ? এই শিক্ষা টা আমাদের জীবনে খুব প্রয়োজন আছে। অসাম্প্রদায়িকতার শিক্ষা, বঙ্গবন্ধু তিনি ব্যক্তি জীবনে একজন প্রকৃত মুমিন মুসলমান ছিলেন। তিনি তার ধর্মকে তিনি ইসলাম ধর্মের বিষয় যেহেতু তার নিজের ধর্ম ইসলাম ধর্ম ছিলও এবং তার অনেক সম্মান ছিলও এবং তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং তিনি ইসলামের সকল মৌলিক সে বিষয় গুলো আমাদের জন্য ফরজ করা হলও সব গুলো তিনি পালন করতেন।
তিনি একজন মানুষ হিসাবে তিনি সে গুলোকে পালন করার মাধ্যমেই নিজেকে একজন অসাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্বে তৈরি করেছেন তিনি। এবং সাম্প্রদায়িক যে কোন প্রশ্নে তার যে অবস্থানটা ছিলও সেটা আমি মনে করি বাংলাদেশের কোন রাজনীতিবিদের সেই অর্থে সেই স্বতঃ সাহসটা এখন পর্যন্ত এক মাত্র তার কন্যা ছাড়া কেউ সেই ভাবে জনসমক্ষে দেখাতে পারেন কিনা অনেক প্রশ্নও থাকতে পারে। তাই এটা একটা বড় শিক্ষা আমাদের সকলের জন্য যে অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু এবং তিনি যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তিনি মানুষে মানুষে কোন ভেদাভেদ দেখতেন না।
তিনি বিশ্বাস করতেন আমরা সকল ধর্মের মানুষ এক ছাতার নিছে এক দেশে এক পরিচয়ে আমরা এই বাংলাদেশ গড়ে তুলবো। আমি মনে করি আমাকে ব্যক্তি গত ভাবে তার এই দুটি বিষয় বিশেষ ভাবে প্রভাবিত করেছে। আরেকটি যেটা ৩য় বিষয় এবং আমি মনে করি এটা খুবই গুরুত্ব পূর্ণ যে আমাদের সমাজে আমরা প্রায়ই সেই বিষয়টা আস্তে আস্তে অনেক সময় সেই বিষয়টা আমরা সামনে আনি না সেটা হচ্ছে সাম্যের যে ঢাক তিনি দিয়েছিলেন। যে মানুষে মানুষে সাম্য থাকবে সমাজে সাম্যের যে জয় গান সেটা আমাদের গাইতে হবে এবং পিছিয়ে পড়া মানুষকে সামনে নিয়ে আসতে হবে, অউন্নতকে উন্নত করতে হবে, দারিদ্রকে আমাদের পরাস্ত করতে হবে।
একটি সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন যে সমাজ তন্ত্র আমরা পর্ব পশ্চিম ইউরোপের কমিউজিং বলতে যা বোঝাই তা কিন্তু না সে অর্থে তিনি বোঝান নাই। তিনি বুঝিয়েছেন আমাদের পারিপার্শ্বিকতায় আমাদের অর্থনীতিতে আমাদের সমাজে কিভাবে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হয়? সেটা বঙ্গবন্ধুর একটা অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি লক্ষ্য ছিলও এবং এই অর্থে তিনি রাষ্ট্রকে পরিচালিত করছিলেন যাতে কেউ পিছিয়ে না পড়েন। যেটা আজকের যুগে আমরা বলছি টেকসও উন্নয়ন লক্ষ্যমাত্রার যে লক্ষ্য সেটা।
এই তিনটি বিষয়ে আমি সব চাইতে বেশি তার জীবন তার রাজনৈতিক জীবন থেকে আমি নিয়েছি এবং সব চাইতে বেশি আমাকে প্রভাবিত করেছে।"
#BangabandhuInspiration #MohibulHasanChowdhury #Bangabandhu #বঙ্গবন্ধু #15August1975 #SheikhMujiburRahman
#Bangabandhu #অনুপ্রেরণায়_বঙ্গবন্ধু #শিক্ষা_উপমন্ত্রী #ব্যারিস্টার_মহিবুল_হাসান_চৌধুরী নওফেল
Bijoy TV is a privately owned 'infotainment' television channel in Bangladesh. and official transmission began on 31 May 2013. Bijoy TV offering a wide variety of programs including news, movies, dramas, talk shows, and many more.
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে থাকুন
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytv
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: