#জাগোরে_হিন্দু_বাজাও_বিজয়_তূর্য
Автор: Bandana Geet বন্দনা গীত
Загружено: 2020-05-15
Просмотров: 4962
Описание:
জাগোরে হিন্দু বাজাও বিজয় তূর্য
জাগোরে হিন্দু বাজাও বিজয় তূর্য
সুপ্ত সিংহ থেকো না অলস শয়ানে
পাঞ্চজন্যে কাঁপুক সপ্ত সিন্ধু
জনগণমন মহা জাগরণী গানে।।
হিন্দুর কভু হৃদয় কাঁপেনি
কাঁপেনি হৃদয় ভয়ে
মা'র সম্মান তাইতো রক্ষাতরে
যুঝেছি আমরা ঝিলামের তীরে হলদিঘাটের রণে
বারে বারে তার দিয়েছি প্রমাণ দেব আরও প্রয়োজনে।।
আজিও অশনি ভারত আকাশ
মানব আকাশ জুড়ে
শত্রু শ্বাপদ নখর শাণিত করে
সঙ্ঘবদ্ধ হিন্দু মিলিয়া বিজয় বারতা আনে
পর রণ সাজ চলো চলো আজ শত্রু সংহারণে।।
সঙ্ঘ মন্ত্রে জাগ্রত দেশ
জাগরিত আশ্বাসে
কম্পিবে যত শত্রুর হিয়া ত্রাসে
যুদ্ধ হবেই ধর্মযুদ্ধ, ধর্ম রণাঙ্গনে
জয়ও হবেই পার্থের মত, পার্থ সারথি সনে।।.... বন্দনা গীত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: