সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা | Govt Madrasha-e Alia, Dhska
Автор: Aminul Vision
Загружено: 2022-02-04
Просмотров: 35892
Описание:
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা | Govt Madrasha-e Alia, Dhska
Vocal: M Aminul Islam
Facebook: / aminulvision24
Music: / @aminulvision
মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। এটি ঢাকার বকসীবাজারে অবস্থিত। এই সরকারি মাদরাসার পশ্চিম দিকে রয়েছে "বাংলাদেশে মাদরাসা শিক্ষা বোর্ড। ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা।
১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় স্থানান্তরের সময় মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খান বাহাদুর মাওলানা জিয়াউল হক, তিনিই এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ১৫০০ শিক্ষার্থী ও ৫০ জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসাটির রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, খেলারমাঠ এবং ছাত্রাবাস।
#আলিয়া #মাদ্রাসা #ঢাকা
#alia #madrasah #dhaka
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: