মহানবীর শিখানো যাদুকরি শক্তির ওজিফা। All bangla dua amol wazifa
Автор: All Bangla dua
Загружено: 2020-12-10
Просмотров: 15002
Описание:
দুঃখ বিপদে মসিবত ও ক্ষতিতে দোয়াটি এত বেশী কার্য্যকরী.
মহানবীর শিখানো যাদুকরি শক্তির ওজিফা। All bangla dua amol wazifa
সৈয়্যদিনা ইবরাহিম যখন ইন্তেকাল করলেন হুযুর (দ) তাকে কোলে নিয়ে নিলেন আর ফরমালেন (ওয়াল্লাহে এয়া ইবরাহিম) আল্লাহর কসম হে ইবরাহিম আমি তোমার ইন্তেকালে বড়ই দুঃখি।তবে আমি এই দুঃখে সে কথা বলবনা যাতে আল্লাহ অসন্তষ্ট হয়ে যাবে।
কুরআনে শুধু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কথা আছে কিন্তু হাদীসে এর সাথে আরো কিছু শব্দ যোগ করার শিক্ষা মহানবী দিয়েছেন, এর এত বিশাল যাদুকরি শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না আসুন আজ আমরা সে যাদুকরি শক্তির শব্দগুলি শিখে নিই।
পবিত্র কুরআনে মুমিন বান্দার ব্যপারে এরশাদ হয়েছে (আল্লাজিনা ইজা আসাবাতহুম মুসিবাতুন) যখন তাদের উপর কোন মসিবত আসে তখন তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অথচ আমরা জানি কারো মৃত্যু হলেই ইন্নালিল্লাহ পড়া, অথচ মুমিন যে কোন মসিবতে ইন্নালিল্লাহ পড়ে, এমনকি সামান্য কাটা বিধলেও ইন্নালিল্লাহি পড়বে।
বিবি উম্মে সালমা বলেন যখন আমার স্বামী আবু সালমা মৃত্যু বরণ করেন মৃত্যুর আগে তিনি আমাকে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি মহানবী (দ) এর শেখানো দোয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরান মিনহা)
অর্থ্যাৎ আমরা আল্লাহর জন্য এবং আমাদের তাঁরই দিকে ফিরে যেতে হবে, হে আল্লাহ আমার বিপদে আমাকে সাওয়াব দান কর এবং যা হারিয়ে গেছে তার চাইতে ভালো জিনিষ দান কর।
#তাহলে কারো সন্তান মারা গেলে আল্লাহ আরো উত্তম সন্তান দান করবেন। স্বামী মারা গেলে আরো উত্তম স্বামী দান করবেন।
হযরত উম্মে সালমা (রা) তিনি বলেন আমার স্বামী আবু সালমার ইন্তিকালের পর আমি এই দোয়াটি পড়ি, আমি চিন্তা করছিলাম যে আমার স্বামী আবু সালমার চাইতে ভালো স্বামী কি হতে পারে? এর চেয়ে ভালো স্বামীকি আল্লাহ আমাকে দিবেন? কিন্তু যখন আমার ইদ্দত শেষ হল তখন আল্লাহ আমাকে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দান করেছেন যা আমি কল্পনাও করতে পারিনি, এই দোয়ার বরকতে আল্লাহর রাসুল (দ) আমার জন্য প্রস্তাব প্রেরণ করলেন, এবং আল্লাহ বিশ্বনবীকে (দ) আমার স্বামী রূপে দান করেছেন।
সে জন্য শুধু মৃত্যুতে নয় যে কোন মসিবতে যে কোন কিছুর ক্ষতিতে যদি মুমিন এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তায়ালা তার পরিবর্তে এমন ভাবে সাহায্য করবেন, সে ক্ষতির বিনিময়ে এমন নেয়ামত দান করবেন সেকল্পনাও করতে পারবেনা।
All Bangla Youtube Link
/ allbangla1
Bangla Dua Blog
https://allbangladua.blogspot.com
Bangla Dua Facebook Link
/ allbangladua
#Dua
#Allbangladua
#wazifa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: