চলো খাই | A Satirical Protest Song | SA Merin | Bangla Tune UK
Автор: Bangla Tune UK
Загружено: 2026-01-20
Просмотров: 75
Описание:
“চলো খাই” একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রতিবাদী গান।
এই গানটি লোভ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং
মানুষের অধিকার, গণতন্ত্র ও বিবেক ‘খেয়ে ফেলার’ প্রবণতার বিরুদ্ধে এক তীব্র কণ্ঠ।
হাসির মোড়কে বলা কঠিন সত্য—
যেখানে সবকিছুই যেন খাওয়ার তালিকায় পড়ে যায়।
🎵 Genre: Satirical Protest Folk
🎙 Language: Bangla
Lyric & Composition : SA MERIN
Product of Bangla Tune UK
এই গানটি যদি আপনাকে ভাবায়, প্রশ্ন করতে শেখায়—
তাহলেই এই গান তার উদ্দেশ্য পূরণ করেছে।
📢 Like | Comment | Share
🛎 Subscribe for more original Bangla protest songs
লিরিক:
চলো খাই
----- মেরিন
চলো খাই ভাত আর
নিষিদ্ধ মাছটা,
মিনারেল কয়লা
রাস্তার গাছটা।
খেয়ে ফেলি কালভার্ট
পথঘাট,ব্রিজটা,
বালু তুলে খেয়ে ফেলি
নদীটার নিচটা।
চলো খাই গরীবের
বিশুদ্ধ রক্ত,
এতো খাই তবু যেনো
থাকি অভুক্ত।
খেয়ে ফেলি মানুষের
সুখ আর শান্তি,
খাওয়াটাই বড়ো কথা
হোক ভুলভ্রান্তি।
খাবো গণতন্ত্র
ভোট আর অধিকার,
খেতে খেতে আজ দেখো
একি হাল গদিটার!
তবু খাবো প্রশাসন
পুলিশ আর আমলা,
খাবো সব সাগর আর
রুণীদের মামলা।
ব্যাংক বীমা সব খাবো
বেকারের চাকরি,
চাল খাবো চুলা খাবো
খাবো যতো লাকড়ি।
খাবো চলো গুণীদের
মান আর সম্মান।
কবিদের ছন্দ,
শিল্পীর সব গান।
ঘুষ খাবো,ঘাস খাবো
খাবো রাজনীতিটা,
চলো খাই রিলেশন
আর সম্প্রীতিটা।
চলো খাই নিজেদের
বিবেক আর বুদ্ধি।
খেয়ে ফেলি স্বত্বা,
আত্মশুদ্ধি।
খেয়ে ফেলি স্বাধীনতা
যুদ্ধের চেতনা,
উড়ন্ত পতাকায়
শহীদের বেদনা।
#banglasong #bangladesh #facebookreels #CholoKhai,#চলো_খাই,#BanglaSatire,#ProtestSong,#BanglaProtestSong,#PoliticalSatire,#BanglaSong,#DesherGaan,#SatiricalSong,#AntiCorruption,#BanglaLyrics,#SA_Merin,#BanglaTuneUK,#IndieBangla,#FolkProtest,#Democracy,#FreedomSong,#bangladesh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: