THE UNKNOWN FUTURE ||অনিশ্চিত ভবিষ্যৎ, বর্তমান ও অন্ধকার অতীত((করোনা ভাইরাস))COVID -19
Автор: GFGB AGRO WORLD
Загружено: 2020-03-23
Просмотров: 375
Описание:
2:22 / 11:55
করোনাভাইরাস হল একই শ্রেণীভুক্ত ভাইরাস যারা স্তন্যপায়ী প্রাণী এবং পাখি আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালী সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেকসময় যা সাধারণ ঠাণ্ডাজ্বরের ন্যায় মনে হয় (এছাড়া অন্য কিছুও হতে পারে, যেমন রাইনোভাইরাস), কিছু ক্ষেত্রে তা অন্যান্য মারাত্মক ভাইরাসের জন্য হয়ে থাকে, যেমন সার্স, মার্স এবং কোভিড-১৯। অন্যান্য প্রজাতিতে এই লক্ষণের তারতম্য দেখা যায়। যেমন মুরগির মধ্যে এটা উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়া সৃষ্টি করে। মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো ভ্যাক্সিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি।
ভেতরে ভেতরে সংক্রমণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে |
প্রথমত, ইতিহাস আমাদের বলতে চায়, স্থায়ীভাবে নিজের সীমান্ত বন্ধ করে দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। বিশ্বায়নের যুগের অনেক আগে তথা মধ্যযুগে দ্রুত ছড়িয়ে পড়া মহামারিগুলোর কথা স্মরণ করে দেখুন। তো ১৩৪৮ সালের ইংল্যান্ডের ক্ষেত্রে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা যেমন ছিল, এখন এসে আপনি সেই স্তরে আপনার যোগাযোগকে সীমিত করে ফেললেও তা যথেষ্ট হবে না। সত্যিই বিচ্ছিন্নতার ভেতর দিয়ে নিজেকে রক্ষা করতে চাইলে, মধ্যযুগীয় হওয়াটাও কোনও কাজে দেবে না। এর জন্য আপনাকে পুরোপুরি প্রস্তর যুগে যেতে হবে। আপনি কি তা করতে পারবেন?
দ্বিতীয়ত, ইতিহাস বলে যে প্রকৃত সুরক্ষা আসে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং বৈশ্বিক সংহতির মাধ্যমে। যখন কোনও দেশ মহামারি দ্বারা আক্রান্ত হয়, তখন অর্থনৈতিক বিপর্যয়ের ভয় ছাড়াই সততার সঙ্গে সংক্রমণের তথ্য বিনিময় করার জন্য সদিচ্ছা থাকতে হবে, যাতে অন্য দেশগুলো সেই তথ্যের ওপরে আস্থা রাখতে পারে এবং আক্রান্ত দেশকে একঘরে করার বদলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আজকে, চীন পুরো পৃথিবীকে করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু শেখাতে পারে। তবে এর জন্য প্রয়োজন খুবই উঁচু স্তরের আন্তর্জাতিক আস্থা ও সহযোগিতা।
Our spatial thanks to -
https://bn.wikipedia.
• (No Copyright) Strong Epic Cinematic Sound...
(No_Copyright)_Epic_Cinematic_Dramatic_Adventure_Trailer(128k).mp3
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: