বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি হাজির হয় যশোরের মহাতব মোড়লের শরীরে(JASHORE TV)
Автор: Jashore TV
Загружено: 2021-06-17
Просмотров: 973
Описание:
বাঁশির সুরে মাত্র পাঁচ মিনিটেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি হাজির হয় যশোরের মহাতব মোড়লের শরীরে। হ্যামিলনের বাঁশির সুরে ইঁদুর তাড়ানোর গল্পের মতো মৌমাছি আসার খবরে তা দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন তার বাড়িতে।
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা মাহাতব মোড়ল। তাকে এলাকার সবাই 'মৌমাছি মাহাতব' নামে চেনেন। মাহাতব ২০ বছর ধরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। ওই সময় বালতিতে শব্দ করে চাক থেকে মৌমাছি দূরে সরিয়ে দেওয়ার কৌশল রপ্ত করেন। পরে টিনের থালায় শব্দ করলে মৌমাছি চাক ছেড়ে তার কাছে আসতে শুরু করে। মৌমাছি কাছে আসায় তাদের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার কারণেই মধুর উচ্ছিষ্ট কাপড়ে লাগিয়ে বাড়ির চারপাশে ঝুলিয়ে রাখেন। ওই কাপড়ে মৌমাছি বসে খাদ্য গ্রহণ করে তার বাড়ির এলাকায় উড়ে বেড়ায়। এক পর্যায়ে তিনি বাঁশিতে সুর তুলে মৌমাছি কাছে আনতে থাকেন। ওই সুর শুনে এখন হাজারো মৌমাছি তার শরীরে জড়ো হয়।
মাহাতব মোড়ল জানান, তার বাবা কালাচাঁন মোড়লের বাড়ি ছিল সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায়। বাবার বৈবাহিক সূত্রে কেশবপুরের মোমিনপুর গ্রামে নানার বাড়িতে তাদের স্থায়ী বসবাস। তিনি সুন্দরবনসহ সাতীরা, খুলনা ও যশোর অঞ্চলে মৌচাক থেকে মধু আহরণ করে থাকেন। এখন বাঁশির সুরে হাজারো মৌমাছি আনতে পারেন। বাঁশির সুরে মৌমাছি বসতে বসতে শরীরে চাকের আকার ধারণ করে। এর জন্য শরীরকে আগে থেকেই প্রস্তুত করতে হয়। তাদের আঘাত না করলে একটি মৌমাছিও শরীরে হুল বসায় না। গত মৌসুম থেকে বাঁশির সুরের এ কৌশল রপ্ত করেছেন বলে তিনি জানান।
বাঁশির সুর তুলতেই মৌমাছি তার শরীরে জড়ো হতে শুরু করে। বাঁশির সুর শুনে ঝাঁকে ঝাঁকে মৌমাছি মাহাতবের শরীরে বসে চাকের আকার ধারণ করে। বাঁশি বাজানো বন্ধ করলে মৌমাছি পাশের বাগানে চলে যায়। এ দৃশ্য দেখতে অনেক মানুষ তার বাড়িতে ভিড় করেন।
এতে পকানো তন্ত্রমন্ত্র নেই। শুধু মৌমাছির প্রতি ভালোবাসা থেকেই এটি করা সম্ভব হয়েছে। তাই এই এলাকায় একটি মৌমাছির খামার গড়ে তুলতে চান তিনি। এজন্য সরকারে সহযোগিতা কামনা করেন
আপনি যদি আমাদের channel অথবা page এ নতুন হয়ে থাকেন, তাহলে Subscribe/Like/Follow করবেন, please। আমাদেরকে যদি আপনারা এভাবে উৎসাহ দেন, তাহলে আরও ভালো ভালো content এবং information নিয়ে আপনাদের জন্য ভিডিও করবো।
প্রতিনিয়ত এমনসব সংবাদ পেতে লাইক & শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন
* * Subscribe My Channel * * *
1. YouTube Channel Link : https://www.youtube.com/channel/UCs8d...
2. Like and follow us on Facebook page: / jashoretvbd. .
3. Like and follow us on Facebook page: / jashorenews2. .
4. যে কোনো প্রশ্ন এবং যোগাযোগের জন্য
Email : [email protected]
mob : 01920099449
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: