মেঘলা পর্যটন কমপ্লেক্স - একটি অনন্য বিনোদন কেন্দ্র | Bandarban Tour (Part-7)
Автор: Boby's Kitchen And Vlog's
Загружено: 2022-03-15
Просмотров: 65
Описание:
Meghla Parjatan Complex
সারাদেশ থেকে বান্দরবানে আগত পর্যটকদের জন্য মেঘলা পর্যটন কমপ্লেক্স একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বান্দরবানে প্রবেশের সময় জেলা পরিষদের এলাকায় এই কমপ্লেক্সটি অবস্থিত। বান্দরবান শহর থেকে ৪.৫ কিলোমিটার দূরে কেরানীহাটমুখী সড়কের উপর অবস্থিত এই কমপ্লেক্সটির দেখভাল করে জেলা প্রশাসন। কেরানীহাট সড়কের পাশে পাহাড়বেষ্টিত স্বচ্ছ জলের মনোরম লেক। মেঘলা পর্যটন কমপ্লেক্সে রয়েছে একটি মিনি সাফারি পার্ক, একটি মিনি চিড়িয়াখানা, একটি ঝুলন্ত সেতু, নৌকা ভ্রমনের ব্যবস্থা এবং পাহাড়ের পাদদেশে একটি কৃত্রিম লেক।
প্রবেশ মূল্য : জনপ্রতি ৩০ টাকা
বিশেষ আকর্ষণ : বান্দরবান শহর থেকে ৪.৫ কিলোমিটার দূরে এই কমপ্লেক্সে রয়েছে চিত্তবিনোদনের নানাবিধ উপকরণ। এখানে একটি মনোরম কৃত্রিম হ্রদ, শিশু পার্ক, সাফারী পার্ক, পেডেল বোট, ঝুলন্ত ব্রিজ , চিড়িয়াখানা, পিকনিক স্পট রয়েছে।
অবকাশ : এখানে জেলা প্রশাসন পরিচালিত একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে, যেখানে রাত্রিযাপন করা যায়। রেস্ট হাউজটি দৈনিক ভিত্তিতে ভাড়ায় পাওয়া যায়।
ভাড়া : মেঘলা রেস্ট হাউজে রাত্রিযাপনের জন্য চারটি কক্ষ রয়েছে। প্রতিকক্ষের ভাড়া ২০০০/- (প্রতিদিন)।
বুকিং ভাড়া : ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেঘলা ০৩৬১-৬২৫০৬, ০১৭১৭২-৭১৮০৫১, ০১৭১৪-২৩০৩৫৪
কিভাবে যাবেন
বান্দরবান শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় মেঘলা পর্যটন কমপ্লেক্সে আপনি ব্যাক্তিগত গাড়ি অথবা অটোরিকশায় করে আসতে পারবেন। এছাড়া এখানে পৌছানোর জন্য লোকাল বাসও আছে।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
#BandarbanTourAtoZ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: