আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেবের সত্য তথ্য এবং কোরআনের মুহাম্মাদুর রাসুলুল্লাহর সত্য তথ্য আসুন জানি
Автор: On the way to Quran and Kaaba(কুরআন এবং কাবার পথে)
Загружено: 2023-07-08
Просмотров: 4486
Описание:
আল কুরআনের ১৯ জন নবীদের নাম অধিক বাঙালি মুসলমানেরা জানেনা
আল্লাহ তায়ালার ইসলাম সম্পূর্ণরূপে কোরআনে রয়েছে।
যেটি মোল্লারা মানে না।
মোল্লাদের কাছে রয়েছে আরব্য প্রফেটের দেওয়া লাহ ওয়াল হাদিস।
আর আল্লাহ তা'আলার দেয়া হলো আহসানাল হাদিস।
যার ভিতর ১৯ জন নবীদের নাম রয়েছে।
তাদের সকলের নামের পরিচয় আসুন জেনে নেই।
১, ইবরাহীম
২, ইসহাক
৩, ইয়াকুব
৪, নূহ
৫, দাউদ
৬, সুলায়মান
৭, আইয়ুব
৮, ইউসুফ
৯, মূসা
১০, হারুন
১১, জাকারিয়্যা
১২, ইয়াহইয়া
১৩, ঈসা
১৪, ইলিয়াস
১৫, ইসমাঈল
১৬, আল ইয়াছাআ
১৭, ইউনুস
১৮, লূত
১৯, ইদরীস
এছাড়া ৬ নাম্বার সূরা আল আনআমের ৮৯ ও ৯০ আয়াত দুইটি থেকে রাসূলে কারীম স্বয়ং যে উত্তরটি দিয়েছেন
আসুন আমরা তাও জেনে নেই।
যার বাংলা অনুবাদ হলো,
(৬/৮৯) এরাই তো সেই দল, যাদেরকে লিখিত আল-কিতাব, সর্বক্ষেত্রে পরিচালক ও নবুয়্যত দান করেছি। ওরা যদি সে সব অমান্য করে, তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দিবো, যারা কোনো দিন অমান্যকারী হবে না।
(৬/৯০) এরাই সেই দল, যাদেরকে আল্লহ্ সত্য সনাতন পথের অনুসারী করেছেন। সুতরাং তুমিও তাদের হিদায়াতের একতেদাহ করো। তুমি বলে দাও! আমি এই কুরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে। এ যে সারা জাহানের জন্যই একমাত্র উপদেশ।
নোট,
যশোরী কোনোদিন আরব ইতিহাসের হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অশিক্ষিত মূর্খ বলেনা বরং ৪০ বছরকালে উনি নিজেই বলেছেন বুখারী গ্রন্থ মতে
মা আনা বি-কারী।
যার অর্থ হলো আমি লেখা পড়া জানিনা।
যশোরীর এই গবেষণা ঐ লোকদের জন্য
যারা তাদের প্রচলিত বিশ্বাসের বিপরীত হলেও,
লিখিত আল কিতাবে বর্নিত
আল্লাহ রাব্বুল আলামীনের দেওয়া প্রকৃত বিধানের আনুসরন করতে চায়।
এবং তাদের অর্জিত বিশ্বাসকে আল ফুরকানের মহা সত্যের মানদণ্ডে যাচাই করার সাহস রাখে।
আর যারা নিজেদের বাবা দাদা নানা পরনানাদের কল্পিত ও মনগড়া অতীতকালের বিশ্বাসে থাকতে চায়
তাদের জন্য এই গবেষণা উপযুক্ত নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: