🤲এক ডাকেই সব গুনাহ মাফ... সুবহানাল্লাহ 💝🤲
Автор: ইসলামিক প্রেরণা
Загружено: 2025-10-25
Просмотров: 16
Описание:
খাবারের পরের দোয়া: হাদীসে বর্ণিত আছে, খাবারের পর নির্দিষ্ট একটি দোয়া (আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ - অর্থ: সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন—আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া) পড়লে আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (তিরমিজি: ৩৪৫৮; ইবনে মাজাহ: ৩২৮৫)।
আযানের জবাব দেওয়া ও দোয়া পড়া: আযান শুনে নির্দিষ্ট কালেমা ও দোয়া (আশহাদু আঁ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রসূলুহু, রদ্বীতু বিল্লা-হি রব্বা-ওঁ, ওয়া বিমুহাম্মাদিন রসূলুওঁ, ওয়া বিল্ ইসলা-মি দ্বীনা) পড়লে সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহীহ মুসলিম, হাদীস ৩৮৬)।
সালাতুল ইস্তিগফার (তাওবার নামায): কোনো বান্দা গুনাহ করার পর উত্তমরূপে ওযু করে দাঁড়িয়ে দু'রাকাত নামায আদায় করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। (মুসনাদে আহমদ: ৪৭)।
অধিক সিজদা করা: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর উদ্দেশ্যে অধিক সিজদা করলে আল্লাহ বান্দার মর্যাদা এক ধাপ বাড়ান এবং একটি গুনাহ মোচন করে দেন।
তাওবা ও ইস্তিগফার: আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে তাঁর রহমত থেকে নিরাশ না হতে বলেছেন এবং বান্দা যদি আন্তরিকভাবে তাওবা করে, তবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন।
✨ গুরুত্বপূর্ণ বিষয়: সাধারণত এই ধরনের আমলগুলোর মাধ্যমে সগীরা (ছোট) গুনাহ মাফ হয়। কবীরা (বড়) গুনাহ মাফের জন্য আন্তরিক তাওবা (অনুতাপ), গুনাহটি ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা এবং সংশ্লিষ্ট ব্যক্তির হক থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া আবশ্যক।
আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তিনি বান্দার সামান্য ডাকেও সাড়া দেন, যদি সেই ডাক আন্তরিকতা ও অনুতাপে পূর্ণ হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: