কেওক্রাডং ভ্রমণ গাইড | Keokradong tour guide [keokradong bandarban] traditional tour info |
Автор: Tour Info
Загружено: 2024-01-07
Просмотров: 13987
Описание:
Hlw..friends, today I will travel to the Keokradong hills surrounded by the unique beauty of Bandarban. If you want to come, I will give you instructions on how to travel to Keokradong, Keokradong tour guide .how to plan a Bandarban tour. And I will tell you the cost of traveling to Keokradong.
বন্ধুরা আজকে আমি বান্দারবনের অপরুপ সৌন্দর্যে ঘেরা কেওক্রাডং পাহাড় ভ্রমণ করব আপনারা যদি আসতে চান কিভাবে কেওক্রাডাং ভ্রমণ করবেন বান্দরবান ট্যুর প্লান কিভাবে করবেন তার ধরণা দিব। এবং কেওক্রাডং ভ্রমণ খরচ জানিয়ে দিব
প্রিয় দর্শক রাজধানী ঢাকা থেকে বান্দরবান এর দূরত্ব প্রায় ৩২৬ কিলোমিটার।
শহরের কোলাহল থেকে আমরা এখন অনেক দূরে।পার্বত্য জেলা বান্দরবান এর পাহাড়ি এই পথ একে বেকে চলে গেছে কেওক্রাডংয়ের প্রান্তসীমায়।প্রিয় দর্শক আজ আমাদের গন্তব্যে কেওক্রাডং। যাবার পথে তুলে ধরার চেষ্টা করব পাহাড়ি আদিবাসীদের জীবন ধারার গল্প। ঘড়ির কাটায় এই মুহূর্তে সকাল পৌনে সাতটা। বান্দরবান এর হিলভিউ রিসোর্ট এর সামনে থেকে আমরা চাদের গাড়ি তে চরে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।আমরা যেহেতু কেওক্রাডং এ একরাত থাকব এবং পরের দিন সকালে নীলগিরির উদ্দেশ্যে রওয়ানা করব তাই আমাদের যাওয়া আসার গাড়ি ভাড়া দিতে হবে মোট ১৯ হাজার টাকা। যাবার পথে বেশ কয়েকটা চেকপোস্টে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে তাই যারা আসবেন নিজেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। বান্দরবানের রুমা উপজেলায় আমাদের প্রয়োজনীয় তথ্য দেয়ার পাশাপাশি ৫০০ টাকার শুভেচছা ফি দিয়ে দিলাম।রুমা বাজার থেকে আমরা সকালের নাস্তা এবং একজন গাঈড সাথে নিয়ে আমরা রওনা করব কেওক্রাডং এর উদ্দেশ্যে। রুমা বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার আসলেই দেখা মিলবে পাহাড়ের ভাজে গরে তোলা এক অদ্ভুত গ্রাম মুনলাই পাড়া,ছোট ছোট কয়েকটা পরিবার নিয়ে গড়ে ওঠা একেকটা গ্রাম কে ওরা পাড়া বলে ডাকে। এই গ্রামের বিশেষ বিশেষত্ব এই যে এটিই বাংলাদেশের একমাত্র পরিষ্কার গ্রাম। যে গ্রামে আসলে কোথাও কোন ময়লা খুজে পাবেন না।আমরা নিজেরা চেষ্টা করলেও এমন পরিছন্ন গ্রাম তৈরী করতে পারি ,প্রিয় দর্শক মুনলাই পাড়া নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে ত দেখার আমন্ত্রণ রইলো। মুনলাই পাড়া থেকে আবারো আমরা যাত্রা শুরু করলাম পুরোটা পথে আমাদের নিত্য সঙ্গী উচুনিচু পাহাড় আর এবরোথেবরো রাস্তা।বান্দরবানের এমন সব পাহাড়ের বুক ফেরে রাস্তা তৈরী করাটাও বেশ কষ্টসাধ্য। সুন্দর যে কতটা ভয়ানক হতে পারে তা এখানে না আসলে হয়তোবা বুঝতেই পারতাম না।পাহাড়ের বুক চিরে উচুতে নিচুতে আমাদের গাড়ি ছুটে চলছে গন্তব্যের দিকে।অবশেষে আমরা এখপৌঁছে গেলাম বাগালেকে।
প্রকৃতির এমন নৈসর্গিক সৌন্দর্য আমার ভ্রমন যাত্রায় যোগ হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা।
বান্দরবানের এমন রোমাঞ্চকর ভ্রমনের পরিকল্পনাকারি কে জনাই অশেষ ধন্যবাদ। বান্দরবানের রুমা উপজেলা থেকে প্রায় ১৭ কিলোমিটার দুরে পাহাড়ের কলে এই লেকের অবস্থান।স্থানীয় আদিবাসীদের মতে এই লেকে দেবতাদের বসবাস তাই ওরা পুজাও করে থাকে যথারিতি।বগালেকে আমড়া বেশ কিছুক্ষন আড্ডা দিব এখানকার শিতল বাতাস আপনার ভ্রমনের ক্লান্তি দুর করে দেবে এক নিমেষেই।বগালেক থেকে কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা এখন দার্জিলিং পাড়ায়।ছবির মত সুন্দর ক্যানভাসে সাজানো এই গ্রাম নিয়েও আমার আলাদা ভিডিও থাকবে। কেওকেড়াডং যাবার পথে আপনার চারপাশের সৌন্দর্য আপনাকে বেশ মুগ্ধ করবে।দৃষ্টি যত দুর যায় তা আর ফেরাতে মন চায় না,পাহাড়ের পরতে পরতে এক নিপুন শৈল্পিক কারুকার্য।আমরা কেওকেড়াংএ পৌছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সকাল থেকেই শুরু করি।আমরা আসার পথে প্রতিটা দর্শনীয় স্থানে বেশ কিছুক্ষন সময় কাটিয়েছি আপনারা যারা আসবেন যদি পারেন কোথাও না দারিয়ে সরাসরি চলে আসবেন পরের দিন যাবার পথে দেখতে দেখতে যাবেন।এটা আমার মতে বাকিটা আপনাদের ইচ্ছা। দূর আকাশ থেকে নেমে আসা সূর্যটা যখন পাহাড়ের উঠোন জুরে ভেঙ্গে পরে তখন এমন মিষ্টি রোদ আর মেঘের চাদরে পুরোটা পাহার যেন তার আপন মনে সাজে এক নতুন রুপে।ইচ্ছে করে থেকে যাই ,ঘর বানাই ,শহরের কোলাহলের ঝঞ্জালে ভরা জীবনে আর ফিরতে ইচ্ছে করে না।তবুও ফিরতে হয় প্রিয় মানুষদের টানে আপন ঠিকানায়।প্রিয় দর্শক আজ আমরা এখানেই শেষ করছি যাবার পথে কেওকেড়াং এ এক রাতে আমাদের কত টাকা খরচ হলো তা জানিয়ে দেব।আপাতত বিদায় নিচ্ছি কেওক্রাডং থেকে।কেওক্রাডংয়ের আমাদের থাকার রুম ভাড়া সম্পর্কে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি।বাকি রইল এখানে এসে আমরা কি খেলাম। এমন গহিনে খাবার দাবারের দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। আমরা একটি প্যাকেজ নিয়েছিলাম,ভাত,ডাল,ডিম ,সব্জি আর আলু ভর্তা ,আমাদের জনপ্রতি খাওয়া খরচ পরেছে ২০০ টাকা করে।আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছেন আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আজকের ভ্রমণে আমরা জানার চেষ্টা করব কিভাবে কেওক্রাডং যাওা আসা যায়,কত টাকা খরচ হবে,কেওক্রাডং এ গিয়ে কোথায় থাকব,বিস্তারিত গাইড লাইন থাকবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: