বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক | প্রমথ চৌধুরী | Pramatha Chaudhuri
Автор: উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার
Загружено: 2022-02-11
Просмотров: 2187
Описание:
বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক | প্রমথ চৌধুরী | Pramatha Chaudhuri
প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফরাসি ও ইংরেজি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়াও তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন । এছাড়াও তিনি ‘বিশ্বভারতী’ পত্রিকা সম্পাদনা করেন। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় এবং ফরাসি সনেটরীতি অর্থাৎ ‘ট্রিলজী’ কাব্যের প্রবর্তন করেন।
বীরবল ছদ্মনামে প্রমথ চৌধুরী লেখালেখি করতেন। তাঁর প্রথম গদ্যরচনা ‘বীরবলের হালখাতা’। এটি বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির গ্রন্থ এবং প্রথম প্রকাশিত হয় ‘বিশ্বভারতী’ পত্রিকায়।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে প্রবন্ধ: তেল নুন লকড়ী (১৯০৬), ‘বইপড়া’ , আমাদের শিক্ষা (১৯২০), দুই ইয়ারির কথা (১৯২১), বীরবলের টিপ্পনী (১৯২৪), রায়তের কথা (১৯২৬), ইত্যাদি।
গল্পগ্রন্থের মধ্যে চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীল লোহিত (১৯৩৯), ট্র্যাজেডির সূত্রপাত (১৯৪০) ইত্যাদি উল্লেখযোগ্য।
সনেট পঞ্চশৎ (১৯১৩) এবং পদচারণ (১৯১৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। "আত্মকথা" প্রমথ চৌধুরী এর আত্মজীবনী গ্রন্থ ।
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।" তাঁর বিখ্যাত উদ্ধৃতি। এছাড়াও তার অন্যান্য উদ্ধৃতির মধ্যে রয়েছে, "ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে।" "সমাজের ধর্ম হচ্ছে প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা।"
১৯৪১ সালে সাহিত্যে অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন । ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর, কলকাতার শান্তি নিকেতনে এই কলাকৈবল্যবাদী লেখক মৃত্যুবরণ করেন।
*Follow us on*
Website :
►►►http://udvash.com
►►►https://unmeshbd.com
**উদ্ভাস Facebook Page: ► / udvash
**উন্মেষ Facebook Page: ► / unmeshpage
Instagram
► / udvash_unmesh
Linkedin
► / udvashunmesh
Thanks For Watching.
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: