সোমপুর বিহার। বিশ্ব ঐতিহ্য। নওগাঁ | Vlog 2
Автор: Saidur & Aktara
Загружено: 2023-08-27
Просмотров: 49
Описание:
পাহাড়পুর বৌদ্ধ বিহার (Paharpur Bihar) সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার। যা সোমপুর বিহার (Sompur Bihar) বা সোমপুর মহাবিহার (Sompur Mahavihara) নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ (Naogaon) জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। ভ্রমণ গাইডের আজকের পর্বে চলুন জেনে নেয়া যাক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়পুর বৌদ্ধ বিহারের ইতিহাস, কি দেখবেন, পাহাড়পুর জাদুঘর এ কি আছে, যাওয়ার উপায় এবং ভ্রমণের অন্যান্য সকল তথ্য।
সোমপুর বিহারের ইতিহাস || History of Somapura Mahavihara
অষ্টম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বৌদ্ধ বিহারটি তৈরি করছিলেন। শুধু উপমহাদেশ নয়; চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। অনেক পন্ডিত মনে করেন এটিই পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার। বিহারটি আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান, হিন্দুপ্রধান সেনবংশের উত্থান এবং বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশুন্য হয়ে যায়। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়’শ বছর হারিয়ে ছিলো। স্যার অ্যালেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (UNESCO World Heritage Site, Bangladesh) হিসেবে ঘোষণা করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: