লেনদেন নয় এমন ঘটনাগুলো চেনার গুরুত্ব (পর্ব-৬) | Importance of non-transaction event identification
Автор: Poet of Accounting
Загружено: 2018-03-31
Просмотров: 4439
Описание:
কেনো লেনদেন নয় এমন ঘটনাগুলো চেনা গুরুত্বপূর্ণ (পর্ব-৬) | Importance of non-transaction event identification | Poet of Accounting
তোমরা আমার এই ক্লাসটি থেকে অত্যন্ত ব্যাখ্যা-বিশ্লেষণাত্বক উপায়ে, বিভিন্ন দৃষ্টি কোন থেকে বাস্তবধর্মী উদাহরনের সাহায্যে, কেনো লেনদেন নয় এমন ঘটনা সমূহ চেনা গুরুত্বপূর্ণ তা শিখতে পাড়বে। যা তোমাদের বিভিন্ন প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষাসহ শিক্ষা জীবন পরবর্তী চাকুরি লাভের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় তোমাদেরকে ব্যাপক সহায়তা করবে। ইনশায়াল্লাহ।
কেননা আমরা জানি, সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। ফলে কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয়, এটা জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী।
তাছাড়াও যে সকল ঘটনাগুলো লেনদেন শুধু সেগুলোই হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়। পক্ষান্তরে যে সকল ঘটনাগুলো লেনদেন নয় সেগুলোই হিসাবের খাতায় লিপিবদ্ধ হয় না। ফলে এই দৃষ্টি থেকেও কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয়, এটা জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী।
আবার আমরা জানি, লেনদেন হলো হিসাবরক্ষণের কাচাঁমাল। কাঠঁ থেকে যেমন আসবাবপত্র তৈরি করা হয় তেমনিভাবে লেনদেন থেকে জাবেদা প্রস্তুত করা হয়। আর জাবেদা থেকেই হিসাবরক্ষণের সকল অংকগুলোর সৃষ্টি হয়ে থাকে। তাই এই দৃষ্টি কোন থেকেও কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয়, ভালোভাবে জাবেদা শিখার স্বার্থেই এটা জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী।
পাশাপাশি বর্তমানে সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতিতে প্রায়ই কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয়, এটা কারনসহ ব্যাখ্যা করতে বলে। ফলে এই দৃষ্টি কোন থেকেও কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয়, এটা জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: