করুনাময়ী আশ্রম মাঠকে ঘিরে বেড়া দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে বুধবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল
Автор: BHORER SANGBAD NEWS
Загружено: 2025-11-27
Просмотров: 0
Описание:
বিজি প্রেস করুনাময়ী আশ্রম মাঠকে ঘিরে বেড়া দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে বুধবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল। এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে এই মাঠই তাদের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান—সবই এই মাঠে অনুষ্ঠিত হয়ে এসেছে। শুধু তাই নয়, প্রতিদিন বিকেলে এখানেই খেলাধুলো করে এলাকার ছোট ছোট বাচ্চারা।
বাসিন্দাদের দাবি, হঠাৎ করে এই মাঠ ঘিরে দিলে শিশুদের খেলার জায়গা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আরও মারাত্মক অভিযোগ, মাঠের জমি নাকি বেআইনিভাবে প্রোমোটিংয়ের উদ্দেশ্যে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, আর সেই কারণেই জোর করে বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এদিন মাঠে বেড়া দিতে আসে মাঠের মালিকপক্ষ, তাদের সাথে ছিল আদালতের একটি নির্দেশপত্র এবং স্থানীয় থানার পুলিশবাহিনী। কিন্তু জমায়েত হওয়া শতাধিক এলাকাবাসীর প্রবল ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত কাজ শুরু করতে পারেনি তারা। পরিস্থিতির অবনতি হলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলরও।
কাউন্সিলর বাসিন্দাদের দাবি ও ক্ষোভ শুনে মাঠে বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি, বাসিন্দাদের মতামত সংগ্রহ করতে শুরু হয় জনসাক্ষর অভিযান। মাঠ ঘিরে দেওয়ার খবরেই চোখে জল আসে এলাকার বহু ছোট ছোট শিশুর—যাদের একমাত্র খেলাধুলার জায়গাটি হারানোর ভয় তৈরি হয়েছে।
ফলে, আপাতত মাঠে বেড়া দেওয়ার কাজ স্থগিত থাকলেও ভবিষ্যতে এই জমির মালিকানা ও ব্যবহারের প্রশ্নে larger সংঘাতের ইঙ্গিত মিলছে বলে মনে করছে স্থানীয়রা।
https://www.facebook.com/profile.php?...
#news #banglanews #kolkatanews #westbengalnews #bengalnews #newskolkata #mamatabanarjee #wbcm #bhorersongbad #newsbangla #breaking
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: