Lalon Geeti - Dekhlam E Shongshar Bhojbaji Prokar (Abdur Rob Fakir)
Автор: বাংলা লোক গান - Bengali Folk Songs
Загружено: 2016-05-05
Просмотров: 13986
Описание:
লালনগীতি - দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার (রব ফকির)
(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)
মিছে এ ঘর-বাড়ি মিছে ধন টাকা-কড়ি
মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।।
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে অমনি কেবা কোথা যায়।
কীর্তিকর্মার কীর্তি কে বুঝিতে পারে
সে বা জীবকে নেয় কোথা ধরে
এ কথা আমি শুধাব কারে
নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়।।
যে করে এই লীলে, তারে চিনলাম না
আমি আমি বলি, আমি কোন জনা
মরি কী আজব কারখানা
গুণে পড়ে কিছু ঠাহর না রে হয়।।
ভয় ঘোচে না আমার দিবা-রজনী
কার সঙ্গে কোন দেশে যাব না রে জানি
দরবেশ সিরাজ সাঁই কয় বিষম কার গণি
পাগল হয় রে লালন যথায় বুঝতে চায়।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: