৪১ তম অর্থনৈতিক দেশ বাংলাদেশ
Автор: দৈনিক কিশোরগঞ্জ
Загружено: 2019-04-18
Просмотров: 32
Описание:
বিশ্ব অর্থনীতির সূচকের তালিকায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে বাংলাদেশ বিশ্বের ৪১ তম অর্থনীতির দেশ। গত বছর তালিকায় ৪৩ তম ছিল বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা আর দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে জাপান ও জার্মানী। আর পঞ্চম স্থানে রয়েছে ভারত।
যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিসার্চ-সিইবিআর এর প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। লন্ডনে অবস্থিত এই গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ঢালাওভাবে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ ৩৬ তম অর্থনীতির দেশে পরিণত হবে। আর ২০২৮ সালের মধ্যে ২৭ তম ও ২০৩৩ সালের মধ্যে ২৪ তম অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে তালিকায় স্থান করে নেবে বাংলাদেশ।
গত ডিসেম্বরে প্রকাশিত সিইবিআর এর ১০তম এডিশনে বলা হয়েছে, ২০১৮ -২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধির হার গড়ে ৭.০ % থাকবে। এই চলমান ধারা অব্যাহত থেকে ২০৩৩ সাল নাগাদ ১৯ ধাপ এগিয়ে যাবে। ২০৩৩ সালের মধ্যে ২৪ তম অর্থনীতির শক্তিশালী দেশে পরিণত হবে বাংলাদেশ।
তৈরি পোশাক খাত, রেমিটেন্স, ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশ, গৃহস্থালি পণ্য ও সরকারি ব্যয় থেকেই বেশি লাভবান হবে বাংলাদেশ প্রতিবেদনের গবেষণায় বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের ৪৩ ভাগ মানুষ কৃষি খাতের সাথে জড়িত। তাদের বেশির ভাগই ধান ও পাট উৎপাদন করে। এছাড়াও শাকসবজি, গম ও ভুট্টাও বাংলাদেশের অর্থনীতিতে কম পরিসরে অবদান রাখছে বলেও প্রতিবেদনে বলা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: