#কবির
Автор: Kobitar Ferywala Musafir
Загружено: 2024-07-01
Просмотров: 218
Описание:
.
কবিতার ফেরিওয়ালা মুসাফির
কবিতার বই : কবির সম্পদ
কবিতার শিরোনাম : ‘কবির জন্য ভালোবাসা’
আবৃত্তি : মু সা ফি র
.
‘কবির জন্য ভালোবাসা’
.
আমি যখন ফুলেরে কই একটু সুবাস দাও
ফুল তখনি বলে কবি তোমার জন্য ফুটি
কাব্য মধুর ছন্দে আমার পাপড়ি ছুঁয়ে দাও
কবির ছোঁয়া পেলে আমি ধন্য হয়ে উঠি।
.
আমি যখন নদীরে কই একটু তীরে হাঁটি
নদী তখন বলে কবি তোমার জন্য ঢেউ
তোমার গানের তালে আমার ছন্দ পরিপাটি
এমন গভীর ভালোবাসা দেয় না আমায় কেউ।
.
আমি যখন চাঁদেরে কই একটু মাখি আলো
চাঁদ তখনি বলে কবি তোমার জন্য জাগি
অভিসারে তুমি এলে মন হয়ে যায় ভালো
তোমার গোপন প্রেমেতে হই স্বপ্ন অনুরাগী।
.
আমি যখন অলিরে কই একটু মধু আনো
অলি তখন বলে কবি তোমার জন্য উড়ি
সংগোপনে ভাঙ্গাই আমি ফুলের অভিমানও
কেউ জানে না কার বিরহে কষ্টে একা পুড়ি।
.
আমি যখন তাহারে কই একটু ধরো হাত
সেজন বলে লজ্জার ভয় দেখে ফেলবে কেউ
পূর্ণিমাতে অভিসারে যাবে যে কুল-জাত
তারচে’ ভালো তীরে বসে দেখি নদীর ঢেউ।
.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: