মুসলিম নার্স হযরত রুফাইদা রাঃ এর জীবনী
Автор: সমাজ দর্পণ টিভি
Загружено: 2025-10-01
Просмотров: 127
Описание:
হযরত রুফাইদা আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা – জীবনী
হযরত রুফাইদা আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স ও সমাজসেবিকা হিসেবে পরিচিত। তিনি ছিলেন এক সাহসী, মানবপ্রেমী ও দয়ালু মহিলা, যিনি আহত সাহাবিদের সেবা ও চিকিৎসায় বিশেষ খ্যাতি অর্জন করেন।
জন্ম ও পরিচয়
• তিনি মদিনার আসলাম গোত্রে জন্মগ্রহণ করেন।
• চিকিৎসা ও সেবাশুশ্রূষার ব্যাপারে তিনি ছোটবেলা থেকেই আগ্রহী ছিলেন।
• তাঁর পিতা নিজে একজন চিকিৎসক ছিলেন। পিতার কাছ থেকেই তিনি চিকিৎসাশাস্ত্র ও সেবার শিক্ষা লাভ করেন।
ইসলাম গ্রহণ
• ইসলামের আলো মদিনায় পৌঁছালে তিনি ঈমান আনেন এবং নবী করিম ﷺ-এর সঙ্গ গ্রহণ করেন।
• ইসলাম গ্রহণের পর তিনি তাঁর চিকিৎসা দক্ষতাকে মুসলমানদের কল্যাণে ব্যবহার করেন।
সেবাশুশ্রূষা ও অবদান
• তিনি ছিলেন ইসলামের প্রথম নারী নার্স।
• যুদ্ধক্ষেত্রে আহত সাহাবিদের সেবা করার জন্য তিনি নিজ হাতে একটি তাঁবু তৈরি করেছিলেন, যা ইতিহাসে “রুফাইদার তাঁবু” নামে পরিচিত।
• বদর, উহুদ, খন্দকসহ বিভিন্ন যুদ্ধে তিনি আহত সাহাবিদের চিকিৎসা করেছেন।
• শুধু চিকিৎসাই নয়, তিনি আহত সাহাবিদের খাবার, পানি, সান্ত্বনা দেওয়া ও মানসিক সহায়তা দেওয়ার দায়িত্বও পালন করতেন।
বিশেষ অবদান
• উহুদ যুদ্ধে হযরত সা’দ ইবনে মু’আয রা. আহত হলে তাঁকে রুফাইদার তাঁবুতেই সেবা দেওয়া হয়েছিল।
• তিনি নারীদের নিয়ে একটি মহিলা সেবকদল গঠন করেছিলেন, যারা নবী করিম ﷺ-এর অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রে সেবাকার্য পরিচালনা করত।
• তাঁর সেবাশুশ্রূষার কারণে বহু সাহাবি জীবন ফিরে পান।
মর্যাদা ও সম্মান
• রাসূলুল্লাহ ﷺ তাঁর সেবাকে অত্যন্ত মূল্যবান মনে করতেন।
• তিনি নারীসমাজের জন্য দৃষ্টান্ত হয়ে আছেন—কীভাবে একজন নারী দ্বীনি পরিসরে থেকে সমাজের কল্যাণে অবদান রাখতে পারে।
• চিকিৎসা ও নার্সিং পেশায় তাঁকে মুসলিম নারীজগতের প্রথম অগ্রদূত বলা হয়।
মৃত্যু
• ধারণা করা হয়, তিনি নবী করিম ﷺ-এর জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন।
• তাঁর ইন্তেকালের সঠিক সাল ইতিহাসে নিশ্চিতভাবে পাওয়া যায় না।
#হযরত -রুফাইদা-রাঃএর-জীবনী
#মহিলা -সাহাবী-রাঃ
#মুসলিম -নার্স-সাহাবী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: