মন শীতল করা তিলাওয়াত, শিখুন।
Автор: Md Saddam Hossain
Загружено: 2025-10-22
Просмотров: 1443
Описание:
সূরা আল ইমরান-এর ৯৬-৯৭ নং আয়াতের অর্থ হলো, মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ (মক্কা) যে ইবরাহীম (আঃ) কর্তৃক নির্মিত হয়েছিল, তা মানবজাতির জন্য পথপ্রদর্শক এবং সেখানে প্রবেশকারী নিরাপদ। যারা সেখানে পৌঁছাতে সক্ষম, তাদের জন্য আল্লাহর ঘর যিয়ারত বা হজ করা ফরয। এই আয়াতগুলোতে, কাফেরদের বিভিন্ন চক্রান্ত ও চালচলনে বিভ্রান্ত না হয়ে আল্লাহর প্রতি অবিচল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আয়াত ৯৬-৯৭-এর অর্থ
৯৬. "তোমরা বলো, 'হে আহলে কিতাবগণ! তোমরা কেন আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার কর? অথচ তোমরা তো এর সাক্ষী'"
এই আয়াতটি ইয়াহুদী ও খ্রীষ্টানদের প্রতি নির্দেশিত, যারা হযরত ইবরাহীম (আঃ) কর্তৃক নির্মিত বাইতুল্লাহর ব্যাপারে সত্য তথ্য জানা সত্ত্বেও তা অস্বীকার করত।
৯৭. "তাতে সুস্পষ্ট নিদর্শনাবলী, মাকামে ইবরাহীম রয়েছে। যে তাতে প্রবেশ করে, সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে যাদের সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ্জ করা ফরয। কেউ (এটা) অস্বীকার করলে আল্লাহ তো বিশ্বজগতের প্রতি উদাসীন"।
এখানে বাইতুল্লাহকে 'সুস্পষ্ট নিদর্শনাবলী' ও 'মাকামে ইবরাহীম' হিসেবে উল্লেখ করা হয়েছে।
যে কেউ এই পবিত্র স্থানে প্রবেশ করবে, সে নিরাপদ থাকবে।
যারা শারীরিকভাবে ও আর্থিকভাবে সক্ষম, তাদের জন্য আল্লাহর ঘর যিয়ারত বা হজ্জ করা একটি ফরজ বিধান।
যারা হজ্জ করতে অস্বীকার করবে, তারা আল্লাহর পক্ষ থেকে মুখাপেক্ষী হবে না, বরং আল্লাহ তাদের থেকে উদাসীন থাকবেন।
ফজিলত
হজ্জের বিধান: এই আয়াতগুলো হজ্জকে একটি ফরয (বাধ্যতামূলক) ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত করে, যা প্রত্যেক সক্ষম মুসলমানের উপর আবশ্যক।
নিরাপত্তা: যারা হজ্জের উদ্দেশ্যে বাইতুল্লাহতে প্রবেশ করবে, তারা নিরাপত্তা লাভ করবে।
অবিচলতা: এই আয়াতগুলো কাফেরদের বিভিন্ন চক্রান্ত ও অপপ্রচারণার বিরুদ্ধে মুসলমানদেরকে দৃঢ় ও অবিচল থাকার নির্দেশ দেয়।
অসম্ভব কিছু নয়: যদিও এই আয়াতগুলোর নির্দিষ্ট কোনো ফজিলত উল্লেখ নেই, তবে আল-কুরআনের অন্যান্য আয়াত ও হাদিসে তা 'সুস্পষ্ট নিদর্শনাবলী' এবং 'আল্লাহর ঘর' হিসেবে বর্ণিত হয়েছে, যা এই স্থানকে বিশেষ মর্যাদা দেয়।
সাধারণ ফজিলত: যদিও নির্দিষ্টভাবে কোনো ফজিলত উল্লেখ করা হয়নি, তবে যারা এই আয়াতগুলো পাঠ করবে তারা এই আয়াতগুলোর অর্থ ও শিক্ষা সম্পর্কে অবগত হবে এবং সে অনুযায়ী আমল করতে পারবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: