মোবাইলে মানুষের আসক্তি দেখে বিরক্ত খোদ মোবাইলের জনক । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-04-02
Просмотров: 3284
Описание:
আধুনিক মোবাইল ফোনের আবিষ্কারক আমেরিকান ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তার এই আবিষ্কারে পরিবর্তন এসেছে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায়। মোবাইল ফোনের বদৌলতে সারা বিশ্ব আজ হাতের মুঠোয়। বর্তমানে মোবাইল ছাড়া যেন একটি মুহূর্তও চলে না।
কিন্তু এত সব অর্জনের পরও নিজের আবিষ্কার নিয়ে বিরক্ত কুপার। মানুষ এই জাল থেকে যে বেরই হতে পারবেন না, এমনটা কখনই ভাবেননি মোবাইলের জনক। তাই এখন বেশ আক্ষেপ হয় এই মোবাইল স্রষ্টার।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডেল মারেতে নিজের দপ্তরে এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা জানিয়েছেন। যদিও তিনি মনে করেন, আজ যে মোবাইল ফোনের জাদুতে মজে রয়েছে মানুষ, তাও এক সময় থাকবে না। যোগাযোগের জন্য তৈরি হবে আরও উন্নত মানের যন্ত্র।
পঞ্চাশ বছর আগে মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন ৯৪ বছর বয়সী মার্টিন কুপার। তবে তিনি ক্ষুব্ধ হয়ে বলেছেন, পকেটের ভেতরে থাকা ছোট্ট যন্ত্রটা বহু মুশকিল আসান করে দিতে পারে ঠিকই, কিন্তু মানুষ মোবাইলের প্রতি একটু বেশি মাত্রায় মোহগ্রস্ত হয়ে পড়েছে!
কুপার প্রথম মোবাইল ফোনটি তৈরি করেছিলেন ১৯৭৩ সালের ৩ এপ্রিল। সেই ফোন ছিল বেশ ভারী, অনেক তারে প্যাঁচানো এক জটিল বস্তু। সে সময়ে তিনি একটি মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। লাখ লাখ ডলারের প্রকল্প হাতে নিয়েছিল ওই সংস্থা। বাজারে প্রতিযোগিতাও ছিল দারুণ। রীতিমতো টক্কর চলছিল, কে প্রথম মোবাইল ফোন আনবে। কারণ মোবাইল ফোন তৈরির পরিকল্পনা মানুষের মাথায় এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরপরই।
তারই ধারাবাহিকতায় ১৯৬০-এর দশকে গাড়িতে ফোন রাখার ব্যবস্থা করে একটি সংস্থা। কিন্তু সেই আবিষ্কার খুব বেশি সফল হয়নি। গাড়িতে বিশালাকার ব্যাটারি রাখতে হতো তার জন্য। সার্বিকভাবে বিষয়টা বেশ ঝামেলার ছিল। কুপারের মনে হয়েছিল, এতে আসল কার্যসাধন হয়নি।
তাই ১৯৭২ সালের শেষের দিকে কুপার ঠিক করেছিলেন, তিনি এমন একটা যন্ত্র তৈরি করবেন, যা কোনো ব্যক্তি সবসময় নিজের সঙ্গে রাখতে পারবেন। যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তারই ধারাবাহিকতায় টানা কয়েক মাস দিনরাত গবেষণা করে কুপার ও তার বিশেষজ্ঞ দল অবশেষে ১৯৭৩ সালের ৩ এপ্রিল সফলতা পেয়েছিল। তার তৈরি করা প্রথম মোবাইল ফোনটির ওজন ছিল ১ কিলোগ্রামেরও বেশি এবং সর্বোচ্চ ২৫ মিনিট কথা বলা যেত।
সেই ২৫ মিনিট হাতে নিয়েই কুপার প্রথম ফোনটি করেছিলেন প্রতিদ্বন্দ্বী ফোন প্রস্তুতকারক সংস্থার অফিসে। বলেছিলেন, আমি মার্টিন কুপার বলছি। আমি একটা হাতেধরা সেল ফোনে কথা বলছি। যা এক জায়গা থেকে অন্যত্র বয়ে নিয়ে যাওয়া যায়, হাতে ধরা যায়। এত কিছুর পরও সেই ফোন নিয়েই আক্ষেপের সুর প্রবীণের গলায়। ভাবতেও পারেননি, সেই সাধের যন্ত্র এতটা ক্ষতি করবে মানুষের।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: