আরেক রাতারগুল। দামারি হাওর। Damari Haor। সালুটিকর, গোয়াইনঘাট সিলেট
Автор: Eye View
Загружено: 2021-03-12
Просмотров: 78
Описание:
#দামারিহাওর
#Damarihaor
হিজল-করচসহ নানা জাতের গাছের দখলে হাওরের চারপাশ। দামারির স্বচ্ছ পানিতে আকাশ দেখায় যায়। হিজল-করচ গাছগুলো ডালপালা ছড়িয়ে থাকে দামারির জলে। নৌকায় বসে হাওর থেকে অদূরে দেখা মিলে মেঘালয় পাহাড়। পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ঝরনাধারা দেখা যায় দামারি থেকে। নৌকার তলায় ঢেউয়ের শব্দে অন্য রকম পরিবেশ তৈরি করবে যে কোন ভ্রমণপ্রেমীর।
শান্ত-স্নিগ্ধ দামারি ক্ষণে ক্ষণে রূপ বদল করে। দূর থেকে দেখলে মনে হবে সবুজে ঘেরা এক প্রাকৃতিক হ্রদ। হাওর পাশে ছোট-বড় দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা বৃক্ষশোভিত বাড়িগুলো বেশ নজর কাড়ে।
বর্ষায় নতুন পানিতে হাওরের রুপ ফিরে আসে। শুকনো মৌসুমে পানি শুকিয়ে যায় হাওরের। এ যেন আরেক রাতারগুল।
সিলেট শহর থেকে ১৫ কিলোমিটার সড়কপথের দূরত্ব। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শালুটিকরবাজারের উত্তর-পশ্চিমেই অবস্থান দামারি হাওরের। গোয়াইন আর সারি নদের প্রতিবেশী দামারি। প্রতিদিন হাজারো পর্যটক এই হাওরের ঘা ঘেঁষে যাতায়াত করেন। অথচ আড়চোখে হাওরটি দেখেই চলে যান জল-পাথরের বিছনাকান্দি আর পাথররাজ্য সাদা পাথরে।
।
দেশের যেকোনো শহর থেকে প্রথমে সিলেটে আসতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন, উড়োজাহাজে আসা যাবে সিলেটে। সিলেট শহরে থেকে অটোরিকশায় সরাসরি যাওয়া যায় শালুটিকর বাজার। জনপ্রতি ভাড়া ৩৫ টাকা। অটোরকিশা, নিজস্ব যানবাহনে যেতে পারেন সেখানে । শালুটিকর বাজার ঘাট থেকে নৌকা ভাড়া পাওয়া যায়। আলোচনা করে ঠিক করে নিতে হবে সময় ও ভাড়া।
হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে খাবারের প্যাকেট পানিতে ফেলবেন না। পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ করবেন না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: