তাবলীগ ইলিয়াস রহঃ চালু করে নাই? তাহলে কে তাবলীগের প্রতিষ্ঠাতা?
Автор: সহীহ বার্তা
Загружено: 2021-03-02
Просмотров: 314
Описание:
শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম
শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম বাংলাদেশের অন্যতম একজন খ্যাতনামা আলেম। তিনি ঢাকার ঐতিহ্যবাহী জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান মুফতী ও শাইখুল হাদীস। মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম-যুগ সংস্কারক এবং হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর খলীফা, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ সাইয়্যিদ আবরারুল হক রহ. এর একজন বিশিষ্ট খলীফা। তিনি একাধারে একজন জনপ্রিয় আলেম, শিক্ষক, শিক্ষাবিদ, রূহানী চিকিৎসক, সমাজ সংস্কারক এবং হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে এক নির্ভীক সৈনিক। দেশের বহু মসজিদ ও মাদরাসার কর্মসূচী হযরতের পরামর্শে পরিচালিত হচ্ছে। মুফতী সাহেব দামাত বারাকাতুহুম মাদরাসার সিলেবাসভুক্ত 'তাইসীরুল মুবতাদী'ও 'ক্বাওয়ায়েদে উর্দু'কিতাবদ্বয়ের অনুবাদক। 'ক্বাওয়ায়েদে উর্দু' কিতাবটি 'তাইসীরুল মুবতাদী' কিতাবের শেষে যুক্ত করা হয়েছে।
তিনি খুলনার কমলাপুর মাদরাসাতে তাঁর শিক্ষাজীবন শুরু করেন। সেখানে তিন বছর অধ্যয়নের পর খুলনা দারুল উলূম মাদরাসাতে পরবর্তী ২ বছর এবং মাওলানা শামসূল হক ফরিদপুরী রহ. প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসাতে চার বছর পড়ালেখা করেন। এরপরে হযরত জামি'আ কুরআনিয়া লালবাগ, ঢাকায় (লালবাগ মাদরাসাতে) চলে আসেন এবং মিশকাত, বুখারী, ইফতা ও উলূমুল হাদীসে পাণ্ডিত্য লাভ করেন। মুফতী সাহেব দামাত বারাকাতুহুম গওহরডাঙ্গা মাদরাসাতে শিক্ষারত অবস্থায় পুরো কুরআন শরীফ হিফয করেন। শাইখুল হাদীস মুফতী মাওলানা মনসূরুল হক দামাত বারাকাতুহুম ছয় জন শাইখুল হাদীস থেকে বুখারী শরীফের সনদ লাভ করেছেন।
মুফতী সাহেব দামাত বারাকাতুহুম লালবাগ কেল্লা মসজিদের ইমাম ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত লালবাগে শিক্ষকতা করার পর ১৯৮৬ সালে মুফতী সাহেব দামাত বারাকাতুহুমঢাকার মুহাম্মাদপুরে ঐতিহ্যবাহী সাত মসজিদের পাশে জামি'আ রাহমানিয়া আরাবিয়া, (যা বিখ্যাত রাহমানিয়া মাদরাসা হিসেবে পরিচিত) প্রতিষ্ঠা করেন। জামি'আ রাহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠিত হয়। রাহমানিয়া মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অর্থাৎ একত্রিশ বছরের বেশি সময়কাল ধরে মুফতী সাহেব দামাত বারাকাতুহুম ছাত্রদের বুখারী শরীফ সহ অন্যান্য বহু হাদীসের কিতাবের দারস দিয়ে আসছেন। হযরতের ব্যতিক্রমধর্মী শিক্ষাদান পদ্ধতি ছাত্রদের কাছে আজও জনপ্রিয়।
শিক্ষকতা শুরুর কিছু সময় পরেই মুফতী সাহেব দামাত বারাকাতুহুম মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ সাইয়্যিদ আবরারুল হক রহ. সাহেব থেকে খিলাফত লাভ করেন। মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমীর এবং ঢাকার মুহাম্মাদপুর এলাকার দাওয়াতুল হকের জিম্মাদার। তিনি কখনো কোনো রাজনৈতিক সমাবেশ বা মিটিং মিছিলে অংশগ্রহণ করেন না। হযরত বলেন,'সত্যিকারের জিহাদ হলো অন্য ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়া, কোনো জাতি যদি দাওয়াতী মেহনত করে তো আল্লাহ তা'আলা তাঁদের যমীনের বুকে খিলাফত দান করবেন'।
হযরতের লিখিত কিতাব পড়ে এবং বয়ান শুনে সারা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে।
হযরতওয়ালার বয়ান, কিতাব, প্রবন্ধ, মালফুযাত পেতে ভিজিট করুনঃ
www.darsemansoor.com
www.islamijindegi.com
আল্লাহ রাব্বুল 'আলামীন হযরতওয়ালা মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুমকে উচুঁ মর্যাদা দান করেন। আমীন।
শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা.
জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা
Admin Facebook Account Link: / rasel.shekh.33
Our Facebook page Link: / quranhadis21
মুফতী সাহেব হুজুরের আরো কিছু ভিডিও লিংক দেওেয়া হলো
এই জামানার এক বিশেষ গুনাহ কুদৃষ্টি
• Видео
একটি আমলে দ্বারাই জান্নাতে চলে গেলো
• যে একটি আমলের দ্বারায় জান্নাতে চলে গেলো
waz, ওয়াজ, বাংলা ওয়াজ, Bangla waz, New Waz,
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: