চিংড়ী, কাঁকড়া ও অক্টোপাস – খাওয়া কি হালাল না হারাম? | Mufti Saifullah
Автор: MEF Islamic TV
Загружено: 2025-05-27
Просмотров: 17953
Описание:
চিংড়ী, কাঁকড়া ও অক্টোপাস – খাওয়া কি হালাল না হারাম? | Mufti Saifullah
অনেকেই জানতে চান—চিংড়ী, কাঁকড়া, আর অক্টোপাস খাওয়া কি হালাল, না হারাম?
ফিকাহ শাস্ত্রে এই বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে।
হানাফি মাযহাবে, মাছ ছাড়া অন্য সব জলজ প্রাণী খাওয়া নাজায়েয। তাই চিংড়ীকে মাছ না মনে করলে, সেটা খাওয়া মাকরুহ বা হারাম ধরণের হবে।
কিন্তু শাফেয়ি, মালিকি, ও হাম্বলি মাযহাব—এ চিংড়ী, কাঁকড়া এমনকি অক্টোপাসকেও হালাল বলা হয়েছে।
অনেক হানাফি আলেমও চিংড়ীকে মাছের অন্তর্ভুক্ত মনে করে জায়েজ বলেছেন।
📌 সারকথা: ইখতিলাফ আছে, তবে অন্য মাযহাব বা দলিলের ভিত্তিতে খেলে গুনাহ হবে না ইনশাআল্লাহ।
আল্লাহ ভালো জানেন।
والسلام عليكم ورحمة الله
________________________________________
চিংড়ী, কাঁকড়া ও অক্টোপাস খাওয়া নিয়ে ইসলামিক শরিয়তে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এই ভিডিওতে মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ সংক্ষেপে বিষয়টি তুলে ধরেছেন। হানাফি, শাফেয়ি, ও অন্যান্য মাযহাবের দৃষ্টিভঙ্গি জানতে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি।
🔔 সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক শর্টস পেতে!
#ইসলাম, #হালালহারাম, #চিংড়ী, #মুফতিসাইফুল্লাহ, #ইসলামিকশর্টস,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: