মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার | Akij Takaful Life Insurance PLC | Anisul Islam | AKIJ Group
Автор: Anis Consultancy Firm (ACF)
Загружено: 2022-04-10
Просмотров: 1690
Описание:
মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার
#akij_takaful_life #akij_venture
বীমা মানুষের জীবনকে পরিবর্তন করে টেনশন বিহীন পথ চলাতে সাহায্য করে।
আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে আজই নিয়ে নিন খুবই প্রয়োজনীয় একটা শিক্ষা সহায়ক বীমা।
জীবন বীমা জীবনকে পরিবর্তন করে না, কিন্তু জীবনধারার পরিবর্তনকে প্রতিহত করে।
ইসলাম অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সঞ্চয়কে উৎসাহিত করেছেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, " আমি দারিদ্রতা হতে আল্লাহর নিকট পানাহ্ চাই। কেননা দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়।"
এ জন্য বিপদাপদের সময় আত্মরক্ষার বিষয় বিবেচনা করে আয় থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ইসলামে উৎসাহ দেয়া হয়েছে।
বিশ্বের স্বনামধন্য লেখক, মোটিভেটর ও ধনী ব্যাক্তি ওয়ারেন বাফেট বলেছেন, " খরচের পরে যা থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা থাকে তা খরচ করো।"
More information Please Call- 01712675816
দেখুন, বুঝতে চেষ্টা করুন ও সিদ্ধান্ত নিন।
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য তাদের সাধারণত টানাটানির মধ্যে দিয়েই সংসার চালাতে হয়।
তবে একথা সত্যি যে, সবথেকে স্বপ্নবাজ মধ্যবিত্তরাই।
🤔 আমার একটা ভালো চাকরি লাগবে।
🤔 বসবাসের জন্য একটা ভালো বাড়ি লাগবে।
🤔 সন্তানকে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে।
🤔 স্বামী- স্ত্রী মিলে হজ্জ করতে হবে।
🤔 পরিবারের সকলকেই প্রতিষ্ঠিত করতে হবে।
🤔 ভালো মানের হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
🤔 বিদেশ বিভূঁইয়ে বেড়াতে যেতে হবে।
🤔 গরীব অসহায়দের আর্থিক সহায়তা করতে হবে।
হে! সবই ঠিক আছে,
কারণ মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না এবং মানুষ তার স্বপ্নের সমান বড় কখনো কখনো তার স্বপ্নের থেকেও বড়।
এই যে এতএত স্বপ্ন দেখলাম এটা পূরণ করবে কে?
😂 যদি আমি ব্যক্তিটাই না থাকি।
😂 যদি আমার একটা অঙ্গহানি হয়।
😂 যদি আমরা পুরোপুরি অক্ষম হয়ে যাই।
আমি মনে করি জীবন বীমার প্রয়োজনীয়তাই এখানে।
জীবনের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করে আমাদের যে কোনো পরিস্থিতিতেই নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতাই বীমা।
একটা ভাব সম্প্রসারণ পরেছিলাম-
👉 ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তুলে মহাদেশ, সাগর অতল।
জীবন বীমাটাও ঠিক তেমনই,
আপনি দিনে ২০ টাকা জমা করার মানসিকতা করবেন দেখবেন, আপনার ১ লক্ষ টাকার আর্থিক নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে।
আপনি ১০০ টাকা আপনার সন্তানের জন্য দিনে সঞ্চয় করার চেষ্টা করেন দেখবেন আপনার সন্তানের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে।
আসলে সবকিছু আপনার চিন্তার উপর নির্ভর করে।
আপনি বিষয়গুলো কিভাবে নিচ্ছেন!
মাশাআল্লাহ, সিকিউরিটি তো পেলেন,
এখন কর্মসংস্থানের বিষয়ে আসি-
বেকার হোন, বুড়ো হোন আর জোয়ানই হোন
বীমা কোম্পানিতে সবাই কাজ করতে পারবেন।
মানে আপনি নিজেও সিকিউরিটি পেলেন ইনশাআল্লাহ, সেটা যদি আরো ১০ জনের সাথে শেয়ার করেন তাহলে কর্মসংস্থানও হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর "আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি" আপনাকে সেই সুযোগটা দিচ্ছে।
মনে রাখবেন,
দেশের অর্থনীতিতে আকিজ গ্রুপের একটা বড় অবদান আছে, এটা আমরা সবাই জানি ও মানি।আকিজের ৩১ টা কোম্পানি বাংলাদেশের যতজন বেকার তরুন ও ডিলারকে কর্মসংস্থান দিয়েছে তার থেকে দ্বিগুণ -তিনগুন কর্মসংস্থান আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে হবে ইনশাআল্লাহ।
আর আকিজ গ্রুপের যত কর্মী + গ্রাহক আছেন তাঁদের জীবনের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা, বাচ্চাদের শিক্ষা নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু এই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উপরই থাকবে ইনশাআল্লাহ।
সুতরাং,
যারা এখন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সাথে আছেন তাঁরা আগামীতে আরো অনেক অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।
জীবন বীমা খাতে কর্মসংস্থানের একটা বড় হাতিয়ার হতে যাচ্ছে #আকিজ_তাকাফুল_লাইফ_ইন্স্যুরেন্স
যে কোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে,
Akij Takaful Life Insurance PLC
Akij Takaful Life Insurance Mymensingh
Page Name - Anisul Islam
/ anisulofficial
Page Name - MLM উদ্যোক্তা
/ mlm2021
Page Name- Bangladesh Diabetes & Heart Club
/ bdhclife
More Information & Join with us for success.
please call- Whatsapp no 8801712675816
[email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: