জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ পেলেন যারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বিনোদন।
Автор: Shomoyer Ayna - The Mirror of Time
Загружено: 2023-11-15
Просмотров: 1386
Описание:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২। জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা রোজিনা। সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রী জয়া আহসনা। সেরা কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তারকাদের মিলন মেলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
#জাতীয়চলচ্চিত্রপুরস্কার২০২২ #কারাপেলেনজাতীয়চলচ্চিত্রপুরস্কার #সেরাঅভিনেতা #সেরাঅভিনেত্রী #সেরাকণ্ঠশিল্পী #আজীবনসম্মাননায়রোজিনা
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জড়ো হন চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকাসহ শিল্পী ও কলাকুশলীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে করতালিতে মুখরিত হয়ে উঠে সম্মেলন কেন্দ্র। এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন কামরুল আলম খান খসরু ও রোজিনা। দেশে না থাকায় খসরুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন চিত্রনায়ক আলমগীর। পুরস্কার পেয়ে দীর্ঘ পথচলায় যাঁরা সহযোগিতা করেছেন সেসব পরিচালক, প্রযোজক, সহকর্মী, সাংবাদিক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান রোজিনা। হাওয়া সিনেমায় অভিনয়ের জন্য এ বছর শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মেড ইন বাংলাদেশে সিনেমার জন্য এ বছর সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দা রূবাইয়াত হোসেন। এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যৌথভাবে কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরান। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যুগ্মভাবে বিউটি সার্কাস চলচ্চিত্রের জন্য জয়া আহসান এবং , শিমু চলচ্চিত্রে অভিনয়ের জন্য রিকিতা নন্দিনী শিমু। চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বঅভিনেত্রী হিসেবে তিনি এ পুরস্কার পান। পাশাপাশি প্রথমবারের মতো পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান হালের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান। পরান ছবিতে সু অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। এবার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ঘরে ফেরা।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়। নেতিবাচক চরিত্র অর্থাৎ খল অভিনেতা ক্যাটাগরিতে এবার দেশান্তর ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরস্কার পেয়েছেন শুভাশিস ভৌমিক । রোহিঙ্গা ও বিরত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। কুড়া পক্ষির শুন্যে উড়া ছবিতে অভিনয়ের জন্য শিশু শিল্পীর বিশেষ শাখায় পুরস্কার পান ফারজিনা আক্তার।
‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের একটি গানের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান। এ বছর সেরা কণ্ঠশিল্পীও নির্বাচিত হয়েছে যৌথভাবে। ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে গাওয়া ‘এ মন ভিজে যায়’ গানটির জন্য পেয়েছেন বাপ্পা মজুমদার এবং ‘হৃদিতা’ চলচ্চিত্রের ঠিকানা বিহীন তোমাকে গানের জন্য চন্দন সিনহা পেয়েছেন স সেরা গায়কের পুরস্কার। আর পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন আতিয়া আক্তার আনিসা।
এছাড়া অন্যান্য শাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর ও খোরশেদ আলম খসরু, শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন, শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ কাইয়ুম, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস এ হক অলিক, শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে মো. সাইফুল ইমাম, শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে সুজন মাহমুদ , সেরা শিল্প নির্দেশনায় হিমাদ্রি বড়–য়া, সেরা শব্দগ্রাহক রিপন নাথ। এছাড়া পোশাক ও সাজসজ্জায় পুরস্কার পেয়েছেন তানসিনা শাওন এবং শ্রেষ্ঠ মেকাপম্যান হিসেবে মো. খোকন মোল্লা পুরস্কৃত হয়েছেন। পুরস্কার প্রদান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন কররা হয়। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় সেখানে পারফর্ম করেন সাদিয়া ইসলাম মৌ, অপু বিশ্বাস, তমা মির্জা, সোহানা সাবা, পূজা চেরি, সাইমন সাদিক, জায়েদ খান, আঁচল, নুসরাত ফারিয়া, আদর আজাদ, দীঘিসহ অন্যরা। গান পরিবেশন করেছেন মমতাজ, বালাম ও কোনাল, কনা ও ইমরান, সাব্বির, লিজা, ঐশীসহ আরো অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দর্শক সারিতে বসে সেই পরিবেশনা উপভোগ
করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: