কালীপ্রসন্ন সিংহের জীবনী | কালীপ্রসন্ন সিংহ ব্রাহ্মণদের টিকি কেটে নিতেন ? অফটপিক আমার বাংলা নেট সেট
Автор: আমার বাংলা নেট - সেট
Загружено: 2023-09-17
Просмотров: 497
Описание:
কালীপ্রসন্ন সিংহ নাকি ব্রাহ্মণদের টিকি কেটে নিতেন!
শোনা যায় ছেলেবেলা থেকেই খুব চঞ্চল আর পরিহাসপ্রিয় ছিলেন তিনি। মারপিট হোক বা তামাশা – ছোট্ট ছেলেটা খুব ভালোভাবেই তা উপভোগ করত। একবার মাস্টারমশাইয়ের কাছে পড়া শুনতে শুনতে হঠাৎই নাকি পাশে বসা বন্ধুর মাথায় ‘চপেটাঘাত’ করেন। বাদী-প্রতিবাদী সবাই উপস্থিত! কারণ জানতে চাইলে বলেছিলেন “মহাশয়! আমি জাতিতে সিংহ, জাতীয় স্বভাব ত্যাগ করিতে না পারিয়া একে আজ মারিয়াছি।“ – আমার বাংলার অফটপিকে আজ কথা বলব সেই সিংহকে নিয়ে – তিনি বাংলা সাহিত্যের স্বনামধন্য শ্রীযুক্ত কালীপ্রসন্ন সিংহ। আমাদের সকলের পরিচিত ‘হুতোম’ তিনি। তাঁর জীবনের জানা-অজানা ছোট ছোট ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমার বাংলার আজকের পর্ব।
সন্দেশের লোভ দেখিয়ে ছোটবেলায় পয়ার শেখাতেন তাঁর মা। পরে লোভটুকু মুছে গিয়ে খাঁটি অনুরাগের বশেই শিখেছেন বাংলা, ইংরাজি। উর্দু ভাষাও ছিল তাঁর আয়ত্তাধীন। প্রাতিষ্ঠানিক লেখা-পড়া তাঁর বেশি দূর এগোয়নি ঠিকই তবে যা শিখেছিলেন তাতে কোনো খাদ ছিলনা। স্বাজাত্যবোধ যেমন ছিল তেমনি ছিল লোকহিতের ইচ্ছা। এক্ষেত্রে দেশি-বিদেশি কোনো বিভেদকে তিনি প্রশ্রয় দেননি।
নীলদর্পণের ইংরাজি অনুবাদ করার জন্য দন্ডপ্রাপ্ত জেমস লঙ এর জরিমানার টাকা তিনি দিয়েছিলেন নিজে থেকে, এমনকি এও জানিয়ে রেখেছিলেন প্রয়োজনে নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্যও আইনী লড়াইয়ে যাবতীয় অর্থ সাহায্য করতে তিনি প্রস্তুত।
লড়েছেন হিন্দুপেট্রিয়ট কাগজের জন্যও। পত্রিকার সম্পাদক শ্রী হরিশ্চন্দ্রের হঠাৎ মৃত্যু হলে কালীপ্রসন্ন সিংহই পাঁচ হাজার টাকায় এই পত্রিকার সব স্বত্ব কিনে নেন। ফলে পত্রিকাটির গৌরবও অটুট থাকে আবার হরিশ্চন্দ্রের পরিবারও অর্থকষ্ট থেকে মুক্তি পায়। শুধু হিন্দুপেট্রিয়ট নয় পরবর্তীকালে দায়িত্ব নিয়েছেন বিবিধার্থ-সংগ্রহ পত্রিকারও। সর্বশুভকরী নামে একটি পত্রিকা তিনি নিজেও প্রবর্তন করেন বলে শোনা যায়।
পরহিতের দৃষ্টান্তে তাঁর জীবনকথা পরিপূর্ণ। বিধবা বিবাহে উৎসাহ দিতে বিয়ের পাত্রদের এক হাজার টাকা করে অর্থ সাহায্যও করেছিলেন কালীপ্রসন্ন।
কলকাতার বিভিন্ন জায়গায় পরিশুদ্ধ জলের কলও বসিয়ে ছিলেন নিজের খরচায়। এমনকি মহাভারতের অনুবাদ শেষ করে সম্পূর্ণ বিনামূল্যে তা পৌঁছে দিয়েছেন পাঠকের কাছে। যে বই ছাপাতে কালীপ্রসন্ন সিংহের খরচ হয়েছিল প্রায় আড়াই লক্ষ টাকা। আর সময়টা একবিংশ নয়, ঊনবিংশ শতাব্দী।
মহাভারত অনুবাদের বন্টন বিষয়ে বিদ্যোৎসাহিনী সভার সম্পাদক শ্রী রাধানাথ বিদ্যারত্ন জানাচ্ছেন -
“ মহাভারতের আদি পর্ব তত্ত্ববোধিনী সভার যন্ত্রে মুদ্রিত হইতেছে, অতি ত্বরায় মুদ্রিত হইয়া সাধারণে বিনামূল্যে বিতরিত হইবে। …ভিন্ন প্রদেশীয় মহাত্মারা পুস্তক প্রেরণ জন্য ডাক ষ্ট্যাম্প প্রেরণ করিবেন না … প্রত্যেক জেলায় পুস্তক বন্টন জন্য এক একজন এজেন্ট নিযুক্ত করা যাইবে, তাহা হইলে সর্ব-প্রদেশীয় মহাত্মারা বিনাব্যয়ে আনুপূর্বিক সমুদায় খন্ড সংগ্রহ করণে সক্ষম হইবেন।“
মহাভারতের অনুবাদ শুরু করেন তিনি ১৭ বছর বয়সে, পাশাপাশি চলছে নাটক রচনার কাজ। এর আগেই বাড়িতে প্রতিষ্ঠা করেছেন বিদ্যোৎসাহিনী থিয়েটার। অনুবাদ করছেন কালিদাসের বিক্রমোর্বশী নাটক, ক্রমে রচনা করছেন সাবিত্রী-সত্যবান, মালতীলতা প্রভৃতি নাটক।
সমালোচনাকে সাথে নিয়েই এগিয়েছেন সাহিত্যের পথে। কখনো সমালোচিত হয়েছেন হুতোম পেঁচার নকশার জন্য, কখনোবা শুনতে হয়েছে অন্যের লেখা নাটক তিনি নিজের নাম দিয়ে প্রকাশ করেছেন ! এমনকি এও শুনতে হয়েছে তিনি টাকা দিয়ে পন্ডিত কিনে মহাভারত অনুবাদ করিয়েছেন !
জনশ্রুতি আরো আছে। তিনি নাকি পন্ডিতদের টিকি কেটে দিতেন
আবার এও শোনা যায় তাঁর কাছে তর্কে পরাজিত পন্ডিতদের টিকি কখনো টাকার মূল্যে কিনেও নিতেন! টিকি কাটা জমিদার নামেও তিনি প্রসিদ্ধ ছিলেন।
শ্রী মন্মথনাথ ঘোষ এই ব্যাপারে আলোকপাত করে জানাচ্ছেন –
“… ব্যাপারটা এইরূপ ঘটিয়াছিল! একবার কালীপ্রসন্নের বাটীতে কোন ব্রতোপলক্ষে এক ব্রাহ্মণকে একটী গাভীদান করা হইয়াছিল। ব্রাহ্মণ গাভী লইয়া যাইতে যাইতে পথেই উহা কসাইকে বিক্রয় করে। ঘটনা কালীপ্রসন্নের গোচরীভূত হইলে তিনি সেই ব্রাহ্মণকে বাটীতে ডাকিয়া আনেন এবং স্বহস্তে তাহার টিকি কাটিয়া লয়েন। এই ঘটনাই ক্রমশঃ অতিরঞ্জিত হইয়া এইরূপ জনশ্রুতিতে পরিণত হয় যে, কালীপ্রসন্ন ব্রাহ্মণ পন্ডিতদের টিকি কাটিয়া থাকেন। বস্তুতঃ তিনি যে এইরূপ নীচাশয় ব্রাহ্মণের শিখা কর্ত্তন করিয়াছিলেন বলিয়াই, সকল ব্রাহ্মণ পন্ডিতের উপর শ্রদ্ধাহীন ছিলেন, এইরূপ কখনই সম্ভবপর নহে। পক্ষান্তরে, প্রকৃত ব্রাহ্মণপন্ডিতগণকে যে তিনি অতি ভক্তি করিতেন, এ বিষয়ে সন্দেহ নাই।“
#kaliprosonnosingho
#offtopic
#amarbanglanetset
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: