৬৫০ সিনেমার অভিনেতা জামিলুর রহমান কেমন আছেন | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-06-08
Просмотров: 6625
Описание:
সাড়ে তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে কখনো মূল চরিত্রে অভিনয়ের সুযোগ হয়নি। তাতে কী? বিচারক, দরবেশ, খেটে খাওয়া মজুর বা গৃহকর্মীর মতো পার্শ্বচরিত্রেও প্রাণসঞ্চার করে দর্শকমন জয় করেছেন জামিলুর রহমান, শাখা নামেই যাঁকে বেশি চেনে মানুষ।
১৯৬৩ সালের দিকে এই তো জীবন নাটক দিয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন জামিল। ১৯৬৬ সালে অভিনেতা ফরিদ আলীর সহযোগিতায় টিভি নাটকে অভিনয় করার সুযোগ পান তিনি। কাজ করেছেন বেতারেও।
১৯৯১ সালে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে। রাজধানী, প্রেম প্রতিশোধ, খায়রুন সুন্দরী, একাত্তরের মা জননী, জীবনঢুলীসহ সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ৬৫০টি সিনেমায় কাজ করেছেন জামিল।
সিনেমার কাজ কমতে থাকায় দেড় যুগ আগে রাজধানী ছেড়েছেন এ অভিনয়শিল্পী। এখন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগীরচর গ্রামে থাকেন আশি–নব্বই দশকের চলচ্চিত্রের এই চেনা মুখ। দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিন, কাজকর্ম না থাকায় অবসর সময় কাটাচ্ছেন। বই পড়তেন, কিন্তু চোখে ছানি পড়ায় সেটি কমেছে। পায়ে একটু সমস্যা, তাই লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: