তাণ্ডবের পর কী আসবে? তান্ডব টু নাকি সুরঙ্গ টু | Shakib Khan | Afran Nisho | Sabila nur | Raihan Rafi
Автор: Frame Out
Загружено: 2025-06-13
Просмотров: 33942
Описание:
তান্ডবের পর এবার কি আসতে চলেছে। চলুন দেখি এবার কি করবে রাইহান রাফি
আমরা তাণ্ডব মুভিতে সাকিব খানকে মিখাইল নামের একজন শীর্ষ সন্ত্রাসী চরিত্রে দেখতে পাই।
মুভির শেষের দিকে ছিল আফরান নিশোর ক্যামিও। যেখানে সে সুড়ঙ্গ মাসুদের চরিত্রে থাকে। আর মুভির একেবারে শেষের দিকে থাকে তার ডায়লগ
মিখাইল! ঐটা আমার ট্যাকা। আমার ট্যাকা কেউ নিতে পারবোনা। জায়গায় জায়গায় ছ্যাদা কইরা দিমু। ঘুমাইতে পারবিনা। আমি মাসুদ! সুরঙ্গ মাসুদ!!!
অর্থাৎ এখানে বুঝাই যাচ্ছে যে পরবর্তীতে যেই মুভিই আসুক, তাণ্ডব 2 বা সুড়ঙ্গ 2 সেখানে মুখোমুখি হবে মাসুদ আর মিখাইল ।
কিন্তু বুঝলে কোনো লাভ নেই এটি রায়হান রাফির মুভি। আপনার আমার বুঝা দিয়ে কিছুই হবে না।
এখানে টুইস্ট থাকবেই
তবে আমি আপনাদের নিরাস করব না। কিছু ইনসাইডার ইনফো অনুযায়ী, আগে মুক্তি পাবে ‘সুরঙ্গ ২’, এরপর আসবে ‘তাণ্ডব ২’।
🔳 তো 'সুরঙ্গ ২' এর স্টোরিলাইন আসলে কী নিয়ে হবে?
আমার মতে, ‘সুরঙ্গ ২’ শুরু হবে যেখানে ‘সুরঙ্গ’ শেষ হয়েছিল, অর্থাৎ সুরঙ্গে ময়নাকে পুড়িয়ে দেওয়ার পর মাসুদ কীভাবে দেশের সবচেয়ে দুর্ধর্ষ ক্রিমিনালদের একজন হয়ে উঠলো - একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করে কীভাবে ক্রাইম বস হয়ে উঠলো - সেই কাহিনি দেখানো হবে। মাসুদের আল্টিমেট প্ল্যান ছিল বাংলাদেশ ব্যাংক সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করা। কিন্তু তার আগেই ব্যাংক ডাকাতি করে টাকা সরিয়ে নেয় আরেক শীর্ষ সন্ত্রাসী, বর্তমানের আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল।
সুরঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের ক্যামিও পর্যন্ত মাসুদের যে জার্নি - সেটাই তুলে ধরা হবে সুরঙ্গ ২-এ। এই সিনেমায় মিখাইল অর্থাৎ শাকিব খানের ক্যামিও থাকবে, আর এই সিনেমার পরই আসবে ‘তাণ্ডব ২’।
🔳 ‘তাণ্ডব ২’-এ মাসুদ আর মিখাইলের মধ্যে মূল ফেস-অফ দেখানো হবে। তবে এই ফেস-অফ এক সিনেমায় শেষ হবে না, এটি আরও লম্বা করে টানা হবে। এর মধ্যে সিয়ামকেও আনা হবে কোনো একটা পর্বে, হয় এক্সটেন্ডেড ক্যামিওতে, অথবা পূর্ণাঙ্গ ভিলেন হিসেবে।
তবে গল্পের ডিমান্ড অনুযায়ী এই ইউনিভার্সের মূল ফেস-অফ হবে শাকিব ও নিশোর মধ্যে, অর্থাৎ মিখাইল ও মাসুদের মধ্যে হবে আল্টিমেট ব্যাটল।
রায়হান রাফি খুব সম্ভবত আগামী ৫ বছরের প্ল্যানিং করে রেখেছেন এই ইউনিভার্সের সিনেমাগুলো নিয়ে।
তো মিখাইল ও মাসুদ, এই দুই এন্টাগনিস্টের মধ্যে কাকে বেশি দুর্ধর্ষ ও ভিলেনিয়াস মনে হচ্ছে? সেয়ানে সেয়ানে এই টক্করে কে করবে বাজিমাৎ? কমেন্টে জানিয়ে দিন
#taandob #shakibkhan #afrannisho #sabilanur #raihanrafi #surongo2
#frameout #viralvideo #foryou #afranNisho #TandobMovie #ToofanMovie #BanglaCinema #NishoVsShakib
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: