নতুন বছর শুরুর আগে এই গুলি মনে রাখুন | Inspirational video 2018 in bangla | motivation video bangla
Автор: বাতিঘর By Rifat Munim
Загружено: 2017-12-31
Просмотров: 347
Описание:
নতুন বছর, নতুন শুরু...
প্রথমেই বলি, যা চলে গেছে তা আর ফিরে আসবে না। ফিরে আসবে না চলে যাওয়া বছরটাও। তাই সামনের করণীয়গুলো নিয়ে ভাবাটাই জ্ঞানীর কাজ হবে। করণীয় ঠিক করতে হলে আগে জানতে হবে কেন চলে যাওয়া বছরটি তোমার মনমত হয়নি। এক টুকরো সাদা কাগজ নিয়ে বসে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো:
২০১৭ তে তোমার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন কী ছিল?
বছরটিতে তোমার সবচেয়ে ভালো স্মৃতি কোনটি?
এ বছর তোমার সবচেয়ে দারুণ অভিজ্ঞতা কী ছিল?
পুরো বছরে তোমার পড়া সবচেয়ে ভাল বই এবং তোমার দেখা সবচেয়ে ভাল মুভি কোনটি?
২০১৭ তে তোমার সবেচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
নতুন কী স্কিল শিখলে এ বছরটিতে?
পুরো বছরে কোথায় কোথায় বেড়াতে গিয়েছ?
২০১৭ তে তোমার উল্লেখযোগ্য ব্যর্থতাগুলো কী?
পুরো বছরে তোমার কোন কাজটির জন্যে নিজেকে বাহবা দিতে ইচ্ছে হয়?
বছরের বেশির ভাগ দিনে তোমার মানসিক অবস্থা কেমন ছিল?
এই দশটি প্রশ্নের উত্তর কাগজে লিখে ফেললেই দেখবে তুমি তোমার পুরো বছরের উপর খুব ভালো একটা ধারণা পেয়ে যাচ্ছ। তোমার সাফল্য-ব্যর্থতা এবং এগুলোর পেছনের কারণগুলো নিয়ে একটু ভাবলেই তুমি নিজের শক্তি এবং দূর্বলতার জায়গাগুলো ধরে ফেলতে পারবে। এবার সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার পালা। কীভাবে? চলো দেখে নেই।
-----------------------------------
গুছিয়ে পরিকল্পনা করো
জবাবদিহিতার ব্যবস্থা করো
হ্যাবিট ট্র্যাকার বানাও
বুলেট জার্নাল ব্যবহার করো
অন্তত একটা স্কিল শেখার চেষ্টা করো
তৈরি করো নিজের উইশলিস্ট
বানিয়ে নাও একটা মন-ভালো বাক্স
লক্ষ্যগুলোকে চোখের সামনে রাখো
best inspirational video for 2018 in bangla,
inspiration video for 2018,
best motivational video in bangla
Subscribe korun #Batighor , The LightHouse
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: