তাজমহল শুধু ভালোবাসা নয় আখেরাতের শিক্ষা
Автор: Know The Unknown 3
Загружено: 2025-05-22
Просмотров: 16
Описание:
তাজমহল: ভালোবাসা, মৃত্যু ও আখিরাতের শিক্ষা"[দৃশ্য ১: তাজমহলের দূর থেকে দৃশ্য]
ভয়েসওভার:
“ভারতের আগ্রায় দাঁড়িয়ে আছে এক বিস্ময় — তাজমহল।
অনেকে বলে, এটি ভালোবাসার স্মারক।
কিন্তু ইসলামের আলোকে আমরা এখানে দেখি — মৃত্যু, কবর আর আখিরাতের শিক্ষা।
”[দৃশ্য ২: সম্রাট শাহজাহান ও মমতাজের জীবন]
ভয়েসওভার:
“শাহজাহান ছিলেন মুঘল সম্রাট, তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহল ছিলেন ইসলামপ্রিয়, পর্দানশীন।
মমতাজের মৃত্যুতে তিনি গভীর শোকগ্রস্ত হয়ে এই সৌধ তৈরি করেন।”
দৃশ্য ৩: কবরের ভিতরের অংশ, নিঃশব্দতা]
ভয়েসওভার:
“তাজমহলের নিচে আছে দুটি কবর —
একটা শাহজাহানের, আরেকটা মমতাজের।
আজ তারা দুজনই দুনিয়ার সমস্ত রাজত্ব ছেড়ে শুয়ে আছেন মাটির নিচে।
এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়।”
[দৃশ্য ৪: হাদিস/আয়াত স্ক্রিনে ভেসে ওঠে]
ভয়েসওভার:
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
‘প্রত্যেক প্রাণীকে মৃত্যু আসবেই।’
(সূরা আল ইমরান: ১৮৫)”
দৃশ্য ৫: তাজমহল আবার, সূর্য অস্ত যাচ্ছে]
ভয়েসওভার:
“তাজমহল আমাদের মনে করিয়ে দেয় — দুনিয়াবি ভালোবাসা ক্ষণিক,
কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজই চিরন্তন সওয়াবের খাজানা হয়ে থাকে।”
শেষ দৃশ্য: আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষ, নরম সূর্যরশ্মি]
ভয়েসওভার:
“ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, তবে তাতে আছে বরকত।
তাজমহল শুধু ভালোবাসার নিদর্শন নয় — এটা এক বড় নসীহত:
‘এই দুনিয়া একদিন ফুরিয়ে যাবে, প্রস্তুতি নিতে হবে আখিরাতের।’”
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: