নারীর জীবন কি শুধু চার দেয়ালে স্বীমাবদ্ধ?
Автор: SR DREAM IT
Загружено: 2025-10-13
Просмотров: 2653
Описание:
আজকের দিনে একজন নারীর নিজের আয় থাকা শুধু টাকার বিষয় না — এটা তার আত্মসম্মান, স্বাধীনতা আর নিজের অস্তিত্বের পরিচয়।“Adult income” মানে শুধু টাকা রোজগার নয়, মানে নিজের স্বপ্নে নিজের নামে ছোঁয়া দেওয়া, নিজের ইচ্ছেগুলোকে সত্যি করার ক্ষমতা অর্জন করা।অনেক সময় সমাজ এখনো বলে —“মেয়েদের এত ভাবতে হয় কেন?”“তোমার কাজ করার দরকার কী?”কিন্তু সত্যিটা হলো, কেউই জানে না সেই মেয়েটার ভেতরে কত অপুরণীয় স্বপ্ন ঘুমিয়ে আছে।আজকের নারীরা আর থেমে নেই। তারা ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং করছে, অনলাইন ব্যবসা করছে, ফ্রিল্যান্সিং করছে — নিজের ঘর, সংসার সামলে নিজেকে গড়ে তুলছে নতুনভাবে।কারণ মেয়েরা জানে, নিজের আয়ে নিজের হাসি — সেটাই জীবনের সবচেয়ে বড় গর্ব।নিজের পায়ে দাঁড়ানোর যে তৃপ্তি, তা কোনো কিছুতেই মেলে না.
আর তাই আআমদের এবারের উদ্যোগ Female Freelancing Empowerment Campaign এর। যেখানে আমরা ১০০০০+ নারীদের কর্মসংস্থানের সু্যোগ তৈরি করবো।
#srdreamit #female #empowerment
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: