How to manage money Bangla | 7 Steps to Manage Money | Personal Finance
Автор: Finance পাঠশালা
Загружено: 2023-08-13
Просмотров: 9345
Описание:
How to manage money | 7 Steps to Manage Money | Personal Finance
Here you learn how an employee Or an individual manage his money to become rich. This content is about money management skills, Personal Finance, Getting rich , Savings money, and financial Education about money management
বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাকা কে সেভ করতে না পারা। বিশেষ করে যদি আপনি একজন মিডল কালাস ফ্যামিলি থেকে বিলংস করেন তবে এই কাজটি আপনার জন্য আরও বেশি মুশকিল হয়ে যায় কারণ একে তো অলরেডি অনেক বেশি পরিমাণে খরচ বৃদ্ধি পেয়েছে আর দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল নলেজ কম হওয়ার কারণে আমাদের ওই টাকাও খরচ হয়ে যায় যেগুলো আমরা সঞ্চয়ের জন্য রাখি।
গ্যারান্টি দিচ্ছি যদি আপনি আজকের ভিডিওটি না করে পুরোটা দেখেন আর এই নিয়মগুলো ফলো করতে পারেন তবে আপনার মাইন্ড আপনাকে অটোমেটিক্যালি টাকা সেভ করার জন্য কাজ করাবে। কেননা আজকে আমি আপনাদের টাকা সঞ্চয় করার এমন কিছু তরিকা সম্পর্কে বলব যেগুলো আপনি নিজের সাথে ডিলেট করতে পারবেন। আপনার সেলারি এবং ইনকামের হিসাব অনুযায়ী আপনি এই নিয়মগুলোকে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন।
1 use cash
বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি গুলোর মধ্যে একটি। আর বিগত কয়েক বছরে এখানে ডিজিটাল প্রেমেন্ট এর উপর অনেক বেশি উন্নতি হয়েছে। গভমেন্ট থেকে এবং ব্যবসায়িক পর্যায়ে সবখানেই পেমেন্টগুলোকে ডিজিটালাইজ করার ব্যাপারে সবাই চেষ্টা করে যাচ্ছে। এটা ব্যবসার প্রসারে অনেক বেশি উপকারী , অন্যদিকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আপনাকে আপনার সময় বাঁচাতে সাহায্য করে। বহু দিক থেকে উপকারী হলেও এটা আপনার পার্সোনাল ফাইন্যান্স এর জন্য অতটা উপকারী নয়।
আমাদের মানব মস্তিষ্ক যে কোন কিছুকে হারাতে অনেক বেশি ভয় পায়। আপনি যদি এই জিনিসটা টাকার উপর এপ্লাই করে দেখেন তখন দেখবেন একজন মিডিল ক্লাস মানুষের জন্য টাকা হারানোটাও অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে। যখনই কোথাও খরচ করার পর আপনার পকেটের টাকা ফুরিয়ে যায় তখন ভেতরে ভেতরে আপনার মধ্যে একটা ফিলিংস হয় যে আপনি কোন দরকারই জিনিস হারিয়ে ফেললেন। আপনি খেয়াল করে দেখবেন এই জিনিসটা আমাদের সাথে তখন বেশি হয় যখন আমরা ফিজিক্যাল পেমেন্ট মানে হার্ট ক্যাশ দিয়ে কেনাকাটা করি। এ সময় আমাদের মধ্যে কম বেশি টাকা হারানোর কষ্ট কাজ করে। কিন্তু কার্ডের মাধ্যমে শপিং করার সময় কিংবা বিকাশ বা নগদে পেমেন্ট দেওয়ার সময় আমাদের এতটা ফিলিংস হয় না। কেননা ডিজিটাল প্রেমেন্ট ক্যাশ টাকার মত আমাদের পকেট থেকে বের হয় না। এজন্য যদি আপনি ডিজিটাল পেমেন্ট কমিয়ে ক্যাশ টাকায় আপনার খরচ গুলো করেন এতে আপনার মাইন্ড কে কম খরচ করার জন্য আপনি পারসুয়েট করতে পারেন। কেননা খরচ করার সময় যত টাকা আপনার পকেট থেকে বের হতে থাকবে আপনার মন ততটাই স্যাড অনুভব করবে। আর একটা সময় এসে আপনি নিজেই অতিরিক্ত খরচ করার থেকে দূরে থাকতে শুরু করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: