শেন ওয়ার্ন বিতর্কিত ঘটনা।যা জানলে আপনি অবাক হবেন।
Автор: BD ZONE
Загружено: 2022-03-10
Просмотров: 87
Описание:
শেন ওয়ার্ন বিতর্কিত ঘটনা।যা জানলে আপনি অবাক হবেন।
#শেন_ওয়ার্ন
#বিতর্কিত_ঘটনা
#Shane_Warne
ক্রিকেটের কিংবদন্তি শেন ওয়ার্ন ছিলেন একজন বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী।বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি
কখনও নারী কেলেঙ্কারি কখনও ধুমপান আবার কখনও অশোভন আচরনের জন্য একাধিকবার অভিযোগ উঠে তার বিরুদ্ধে
বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়া শেন ওয়ার্নের বিতর্ক পিছু ছাড়েনি কখনো।
তার বিতর্ক শুরু হয় প্রথম স্ত্রী সিমোনেকে দিয়েই
১৯৯৫ সালে ওয়ার্নের প্রথম স্ত্রী সিমোনে কাল্লাহানের সঙ্গে বিয়ে হয়। তিন সন্তানের জন্ম দেন তারা। ২০০৫ সালে সিমোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়।
২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোয় তার সহ-অধিনায়কত্ব কেড়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০১০ সালে ইংলিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লেকে চুমু খেতে দেখা যায় ওয়ার্নকে। সেই ঘটনা জানাজানি হতেই টুইট করে ওয়ার্ন জানান, সিমোনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে; কিন্তু সেই
খবর জানতেন শুধু তার পরিবার এবং কাছের বন্ধুরা।
শুধু নারীর প্রতি দুর্বলতাই নয়, প্রচুর সিগারেটও খেতেন ওয়ার্ন। একটি ছেলে সেই ছবি তুলে নিয়েছিল। সেই ‘অপরাধে’ ছেলেটিকে মারধর করেন ওয়ার্ন।
ওয়ার্নের সিগারেট প্রেমের কথা জানা যায় তার এক সময়ের সতীর্থ মাইকেল ক্লার্কের কাছ থেকে। ২০০৬ সালে অ্যাশেজ সিরিজের আগে এক অনুশীলন ক্যাম্পে যাচ্ছিল অস্ট্রেলিয়া দল। সেই সময় শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব কিছু নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। ওয়ার্ন বেছে নিয়েছিলেন সিগারেটকে
২২ বছরের ক্রিকেট জীবনে সিগারেট ছাড়েননি ওয়ার্ন
শুধু ব্যক্তিগত জীবনেই নয়, ওয়ার্ন বিতর্কে জড়িয়েছেন তার কর্মজীবনেও। ১৯৯৮ সালে জানা যায়, তিন বছর আগে শ্রীলংকার এক ব্যক্তিকে টাকার বিনিময়ে পিচ এবং আবহাওয়া সম্পর্কে তথ্য দিয়েছিলেন ওয়ার্ন। নিজের আত্মজীবনীতেও সেই কথা উল্লেখ করেছিলেন তিনি।
১৯৯৯ সালের বিশ্বকাপের আগে দু’ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় ওয়ার্নকে। এক সংবাদমাধ্যমে শ্রীলংকার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নামে খারাপ কথা বলেন তিনি। সেই কারণে আইসিসি তাকে নির্বাসিত করেছিল দু’ম্যাচের জন্য।
২০০৩ বিশ্বকাপ শুরুর আগের দিন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্নকে। ডোপ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওয়ার্ন যদিও বলেছিলেন তিনি মায়ের দেওয়া ওষুধ খেয়েছিলেন তার ত্বকের স্বাস্থ্য রক্ষা করার জন্য। কিন্তু সেই অপরাধে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে এক বছরের জন্য নির্বাসিত করে সব ধরনের ক্রিকেট থেকে।
২০১৩ সালে বিগ ব্যাশ চলাকালীন সময় এক ক্রিকেটারকে খারাপ কথা বলা,এবং তার শরীরে অশালীনভাবে হাত দেওয়ার অভিযোগ ওঠে ওয়ার্নের বিরুদ্ধে। সেই কারণে এক ম্যাচের জন্য নিশিদ্ধ এবং ৪৫০০ ডলার জরিমানা দিতে হয় তাকে।
এসব সমালোচনা উর্দে ছিল তার পারফরম্যান্স। তার কবজির বেলকিতে নাস্তানাবুদ করছেন বিশ্বের সব নামিদামি ব্যাটসম্যানকে। নিঃসন্দেহে তিনি ছিলেন সর্বকালের সেরা লেগ স্পিনার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: