রাধাস্বামী নাম অতি প্রানারাম/Radhaswami nam oti pranaram
Автор: Pather Disha Digital
Загружено: 2025-11-13
Просмотров: 162
Описание:
🌼৬৮' র উৎসব🌼
কীর্তন- রাধাস্বামী নাম অতি প্রাণারাম
রচনা- পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা
নিবেদনে- পন্ডিত বলরাম দাস
স্থান- কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল
রাধাস্বামী নাম অতি প্রাণারাম
কি মধুর নাম শ্রবণে,
নাহি ভেদ জ্ঞান করি নাম সুধা দান
জীবে তরালে হে ভুবনে ।
নাহি সুখের লেশ নাহি ক্লেশের শেষ
অতি দীনবেশ ধরি এ জগতে
নাহি অন্যবেশ শুধু ভাবাবেশ
হাসি খেলে সদা বদনে।
কেমন এ ভাব বল বুঝি কেমনে (বল) ৷৷
হৃদয়ে হৃদয়ে তােমারই ধাম
দিশি দিশি শুনি তব পুণ্যনাম
গায় সবে ধরি সুমধুর তান
সদা অনুকূল রাধাস্বামী নাম
রাধাস্বামী নাম জয় রাধাস্বামী নাম (বল) ।|
ওগাে দয়াময় হেন মনে লয়
যুগে যুগে তুমি এসেছ ধরায়
(তাই) শুধিতে সে ঋণ বুঝি জনম নিলে
আপনি কেঁদে সবে হাসালে ।।
আমি অতি মূঢ় মতি
না জানি তব স্তুতি ভকতি
এই বাসনানল অন্তরে জ্বলে (ওগাে)
পদে পাই যেন স্থান অন্তিমকালে ।
অধম সন্তানে স্থান দিও চরণে,
প্রভু এ দীন অধীনে স্থান দিও চরণে
অধম সন্তানে স্থান দিও চরণে ৷৷
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: