উত্তরণ -বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এক ভালোবাসার ঠিকানা ,,,
Автор: Dr. Sanjit Chatterjee
Загружено: 2025-03-12
Просмотров: 150
Описание: আসলে এরা প্রত্যেকে একই নৌকোর যাত্রী,,,,,এদের কাছে বড়লোক গরিবলোক, তৃণমূল সিপিএম ,জাত পাত কিচ্ছু নেই ,আছে শুধু নিজের সন্তানের পাশেপাশে অন্যের সন্তানের একটু ,আর একটু ভালো হোক এই কামনা ,এটাই ঐকান্তিক মনের বাসনা ,প্রাণের একান্ত ইচ্ছা ,,, -তাদের সেই নৌকোর নীচে এক গভীর ছিদ্র ,মাঝ দরিয়ায় এমন যাত্রী বোঝাই নৌকো কখন যে ডুবে যাবে কেউ জানে না , যে হাল খানি মাঝির হাতে ধরা সেটাও ভাঙা ,দিকভ্রষ্ট হতে পারে যখন তখন ,তবু নৌকো ভেসে বেড়ায় ,ভাসতে যে তাকে হবেই সে নৌকোয় ছিদ্র থাকুক বা হাল থাকুক ভাঙা ।এটাই জীবন , জীবন চলমান , বহমান এ সভ্যতা , প্রগতিশীল এই সমাজ , সূর্য দেব প্রতিদিন পুব আকাশে ওঠে ,দিনান্তে পশ্চিমে অস্ত যায় , চাঁদ ওঠে ,মেঘ ভেসে বেড়ায় আকাশ জুড়ে , ঋতু পরিবর্তন হয় প্রকৃতির আপন খেয়ালে ,,,,শুধু রন্টি ,প্রীতম ,অঙ্কুশ ,সীমরান রা প্রায় একই থেকে যায় । অস্থির মস্তিস্ক ,চঞ্চল স্বভাব ,ঘোলাটে শূন্য দৃষ্টি ,চোখ মুখে অপার অস্বাভাবিক বিস্ময় ,না বলতে পারা ভাষা ,না বোঝাতে পারা ব্যথা ওদের আজীবন সঙ্গী হয়ে গেল সৃষ্টিকর্তার ক্ষনিকের ভুলে , চিকিৎসা বিজ্ঞানের প্রায় হাতের বাইরে চলে যাওয়া স্পষ্টভাবে কারণ দর্শাতে না পারা কি এক অজানা কারণে ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: