সম্প্রীতি মানে নিজ ধর্ম বিসর্জন দেওয়া নয়! মাওলানা শরীফ মুহাম্মদ হাফিজাহুল্লাহ- এর আলোচনা
Автор: Ishaatul Falah
Загружено: 2025-10-01
Просмотров: 37
Описание:
সম্প্রীতি মানে নিজ ধর্ম বিসর্জন দেওয়া নয়!
মাওলানা শরীফ মুহাম্মদ হাফিজাহুল্লাহ- এর আলোচনা
আমাদের মধ্যে সম্প্রীতি দরকার। একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে। বিভিন্ন মতের মানুষও থাকবে। হানাহানি মুক্ত এবং কোন ধরনের হামলা, আক্রমণ, অনধিকার চর্চা, আঘাত এগুলো থেকে মুক্ত একটা সম্প্রীতিপূর্ণ পরিবেশ বাংলাদেশের মুসলমানদের সঙ্গে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের এবং আরো ছোট ছোট জাতিগোষ্ঠী সেগুলো থাকা উচিত এবং এটা রক্ষা করার জন্য যা যা করা দরকার, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তাগত যত পদক্ষেপ নেওয়া দরকার, এটা নেওয়া দরকার।
কিন্তু আমি এখানে একটা জিনিস সংযোজন করা এবং সামনে আনা বা দৃষ্টি আকর্ষণ করা দরকার মনে করি। সেটা হচ্ছে- আমরা দেখছি এখন বিভিন্ন রকম সাংস্কৃতিক তৎপরতা চালানো হচ্ছে। হিন্দু মুসলমান একসঙ্গে বোঝানোর জন্য কখনো কখনো মন্দিরের মূর্তির সামনে গিয়ে টুপি পড়া একটা মুসলিম চরিত্র সেটা ফেইক হোক বা বাস্তব হোক ফেসবুকে ছবি দিচ্ছে। মূর্তির সামনে দাঁড়ানো অথবা মূর্তিকে ফুল চিটাচ্ছে। এটা ইসলামের সঙ্গে, ইসলামের যে তাওহীদের চেতনা, এর সঙ্গে সামঞ্জস্যশীল নয়।
একটা জিনিস মনে রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সম্প্রদায়গুলো একসঙ্গে হয়ে যাওয়া না। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে একটা সম্প্রদায় সম্পর্কে আরেকটা সম্প্রদায়ের সম্প্রদায়গত যে চিন্তার ভিত্তি, আকিদার- বিশ্বাসের ভিত্তি এটাকে বিলীন করা নয়। ইসলাম তাওহীদের ধর্ম আর হিন্দু ধর্ম একদম আগাগোড়া শিরিক। শিরিকের অনেক উপাদানে ভরপুর একটা ধর্ম।
সম্প্রীতি প্রয়োজন। সম্প্রীতির নামে মুসলমানদের ইসলাম ধর্মের স্বাতন্ত্র আর তাওহীদ এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসে এবং আচরণে সমর্পণের যে পদ্ধতি এবং সীমারেখা রয়েছে এটাকে বিসর্জন দেওয়া- এটার প্রয়োজন নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। এটা আমরা মনে রাখবো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: