ইসলামই পৃথিবীতে শান্তির নিশ্চয়তা দিতে পারে
Автор: Ahmadi Muslims for peace
Загружено: 2020-08-23
Просмотров: 10
Описание:
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হুযুর আনোয়ার (আইঃ) বলেন,
"তোমরা জাগতিক সকল অস্ত্র ব্যবহার করেছ কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পার নি। মুসলমানরাও ইসলামী শিক্ষা পালন করছে না তাই তারা নৈরাজ্যের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদি প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামের শিক্ষা হল, অতি উন্নত মানের ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আর ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হওয়ার মান পবিত্র কুরআনে এভাবে বর্ণিত আছে যে,
'হে যাহারা ঈমান আনিয়াছ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হও আল্লাহর জন্য সাক্ষী হিসেবে, যদিও তোমাদের সাক্ষ্য তোমাদের নিজেদের বা পিতা-মাতা বা নিকট আত্মীয় স্বজনের বিপক্ষে যায়। যাহার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হইবে সে ধনী হোক বা গরিব হোক, নিশ্চয়ই আল্লাহ তাদের উভয়ের শুভাকাঙ্ক্ষী। অতএব তোমরা হীন কামনার অনুসরণ করিও না; যাহাতে তোমরা ন্যায় বিচার করিতে পার। যদি তোমরা কথা প্যাঁচাইয়া সত্যকে গোপন কর বা এড়াইয়া যাও, তবে জানিয়া রাখ যাহা তোমরা কর তাহা সম্বন্ধে আল্লাহ সবশেষ অবহিত আছেন।' (সূরা নিসা, আয়াত ১৩৬)
অতএব এটি হল সেই মান যা ব্যাক্তিস্বার্থের উর্ধে গিয়ে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ শুধু নিজের ব্যাক্তিস্বার্থের দিকে দৃষ্টি দিও না, বরং সত্য প্রতিষ্ঠার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় দাও।
এটি একটি নীতিগত কথা যেটিকে শুধু ব্যাক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ করা উচিত না, বরং মানবতার সর্বোচ্চ উপকারের জন্য এটি হল নীতি। আর এর গন্ডি এর সর্বোচ্চ পর্যায়ে বিস্তৃত অর্থাৎ জাতি ও দেশের গন্ডি পর্যন্ত এর বিস্তৃতি হওয়া উচিত।"
Screen capture from • MTA TV Live - Bengali
#Khalifatul_Masih
#True_Islam
#Ahmadiyya
#Ahmadiyyat_the_True_Islam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: