Water hyacinth flower কচুরিপানা ফুল
Автор: Beauty of Nature
Загружено: 2021-11-17
Просмотров: 212
Описание:
কচুরিপানার নান্দনিক সৌন্দর্য্যে ফরিদপুর
গ্রামীণ জনপদে কচুরিপানা যেন প্রকৃতির অপরূপ দান। অধিকাংশ নোংরা আবর্জনাময় পরিবেশেই কচুরিপানার সমাহার বেশি। যার ফুলে সুশোভিত হয়ে উঠে খাল-বিল, হাওড়-বাওড়, ছোট পুকুর জলাশয় কিংবা দীঘি। প্রকৃতির এই দানকে অনেকে বাড়তি ঝামেলাই মনে করেন। আবার এই ফুলে অনেকে আকৃষ্ট হয়ে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন। অনেকে আবার শৈশবের খুনসুটির কথা মনে করে ভাবতে থাকেন।
বিকেলে বিলের ধারে কচুরিপানাকে একত্রিত করে একটার উপর কয়েকটা রেখে সাঁকো তৈরি করে এপার থেকে ওপারে যাওয়া এখনো অনেকের মনে পড়ে। প্রকৃতিতে এখন বসন্তকাল চলছে। এরপর দুয়ারে কড়া নাড়ছে গ্রীষ্মের। তারপর বর্ষা এভাবে চলছে ঋতু। বর্তমানে খাল-বিল, ঝিলের পানি অনেকটা কম। কিন্ত বিলের যেটুকু পানি জমে আছে তাতে দেখা যাচ্ছে সবুজ পাতার বেষ্টনির মাঝে ফুটে আছে সাদার উপর হাল্কা বেগুনি রঙের কচুরিপানা ফুল। পড়ন্ত বিকেলে বিলের ধারের পাশের রাস্তা দিয়ে চলতে গেলে এমনই ফুলের দৃশ্য দেখা যাচ্ছে। এতে আকৃষ্ট হচ্ছে ফুল প্রেমি মানুষগুলো। গ্রাম বাংলার খাল-বিল, ছোট নদীতে ফুটে নোংরা জলে স্বর্গীয় এই কচুরিপানা ফুল। নীলচে শিরা-উপশিরায় বিন্যস্ত হালকা বেগুনি রঙের মায়াবী এই ফুল হারানো শৈশবকে খুব কাছে টানে।
সকলের কাছে খুব পরিচিতি এক উদ্ভিদের নাম হচ্ছে কচুরিপানা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: