ফতেমা ধান 🌾..! উচ্চ ফলনশীল ধান,,, প্রতি বিঘায় ৫০ মন🌾 বাম্পার ফলন 😲
Автор: Musafir Sakib
Загружено: 2022-05-12
Просмотров: 4138
Описание:
ফাতেমা ধান ,,,,
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের জুগিন্দা গ্রামের বাসিন্দা মো: কায়সার হামিদ,,, তার এক শতাংশ জমিতে ফাতেমা ধানের আবাদ করেছেন,,,
আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে ফতেমা ধানের,,,
সাধারণ ধানের চেয়ে ফাতেমা ধান অনেক লাভজনক,,এবং প্রতি শীষ এ সাধারণ ধানের চেয়ে ফাতেমা ধান অনেক বেশি থাকে,,,
অসাধারণ এই ধানের আবাদ এলাকার সকলের নজর কেড়ে নিয়েছে,,,,
উচ্চ ফলনশীল জাতের ধান ফতেমা ধান,,,
বেশ কয়েকদিন ধরে এই ধান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছেই,,,,
দেখতে ব্রি-২৮ ধানের মতো এর জাতের বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি জানান, অন্য ধানের মতোই এ ধানের চাষ পদ্ধতি। আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই এ ধানের চাষ করা যায়। তবে বোরো মৌসুমে এর উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে। গাছের উচ্চতা প্রায় ৫ ফিট যা অন্য ধানের তুলনায় বেশি। গাছগুলো শক্ত হওয়ায় হেলে পড়ে না। আর এক একটি ধানের শীষে ৭৫০-১০০০টি করে ধান হয়। সাধারণ ধানের তুলনায় তিন থেকে চার গুণ বেশি। ফলে এর উৎপাদনও অনেক বেশি। এ ধানে রোগ ও পোকামাকড়ের হার তুলনামূলক কম। এছাড়া চাল খুব চিকন ও ভাতও খেতে খুব সুস্বাদু।
ফাতেমা ধানের বীজ সংগ্রহ করার জন্য এই নম্বর এ যোগাযোগ করুন,,,,
+880 1916-884688
কায়সার হামিদ...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: