#বাকি
Автор: সাহিত্যচর্চা অ্যাকাডেমি
Загружено: 2022-11-10
Просмотров: 92
Описание:
🏵বাদল সরকার :-(১৫ জুলাই, ১৯২৫ - ১৩ মে, ২০১১) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব। যিনি থার্ড থিয়েটার নামক ভিন্ন ধারার নাটকের প্রবক্তা হিসেবে পরিচিত। ৭০ দশকের নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক রচনার জন্যে তিনি পরিচিত হন, মঞ্চের বাইরে সাধারন মানুষের ভেতর নাটক'কে ছড়িয়ে দেওয়ার প্রথম কাজ বাদল সরকারের। তার নিজস্ব নাটক দল শতাব্দী গঠিত হয় ১৯৭৬ সালে। ভারতে আধুনিক নাট্যকার হিসেবে হাবিব তনভীর, বিজয় তেন্ডুলকর, মোহন রাকেশ এবং গিরিশ কার্নাডের পাশাপাশি বাংলায় বাদল সরকারের নাম উচ্চারিত হয়।
🔺প্রয়োজনীয় তথ্য :
🔷বাকি ইতিহাস নাটকটি এনুগু,নাইজেরিয়ায় বসে লেখা, 1965।
🔷নাটকটি প্রথম বহুরূপী পত্রিকায় প্রকাশিত হয় 1965 সালে।
🔷নাটকটি অভিনয়ের সময় নির্দেশনা দেন শম্ভু মিত্র।
🔷প্রথম অভিনীত হয় 7 ই মে 1967, নিউ এম্পায়ার মঞ্চে।
🔷নাটকটির প্রযোজনা করে বহুরূপী নাট্যদল।
🔷নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র নামক নাটকটির রীতি গৃহীত হয়েছে বাকি ইতিহাসে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: