রাউজানে কাগতিয়া মাইজপাড়া টিনএজ গ্রুপের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
Автор: Cplus TV
Загружено: 2017-12-17
Просмотров: 25448
Описание:
রাউজানে কাগতিয়া মাইজপাড়া টিনএজ গ্রুপের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রাঃ) বেছাল শরীফ স্বরণে আজিমুশশান মোশায়ারা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, (১৬-ডিসেম্বর) বাদে-মাগরীব, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ জান্নাতুল মাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখস্ত ময়দানে মো. আশরাফ হোসানের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল, মাননীয় মহান মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) ছাহেব।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইটি বিভাগের কোর্স-কো-অর্ডিনেটর হযরতুল আল্লামা মো. ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ফটিকছড়ি নাজির হাট (ডিগ্রী) কলেজের উপাধক্ষ্য অধ্যাপক সাইফুল ইসলাম, গোলতাজ মেমোরিয়াল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক অলি আহাদ চৌধুরী, কাগতিয়া মাইজপাড়া টিনএজ গ্রুপের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছৈয়্যদ মো.বোরহান উদ্দিন,সংগঠনের সভাপতি মো. জোবরান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহিবুল করিম।
মাহফিলে নাত পরিবেশন করেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় হামদ ও নাত পরিষদের সদস্য, শায়ের মাওলানা মো.আলী,শায়ের মো. ইখতেয়ার উদ্দিন, শায়ের মাওলানা মো.মিজানুর রহমান, শায়ের মাওলানা মো.কামাল উদ্দিন, শায়ের মাওলানা মো. সাইফুদ্দিন। এতে সভাপতিত্ব করেন,বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. আবুল মনছুর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: