মাছের পেটে ইউনুস নবীর জীবন কাহিনী| হযরত ইউনুস আঃ ও মাছের অলৌকিক কাহিনী ।
Автор: Bangla Stories
Загружено: 2025-12-04
Просмотров: 30
Описание:
মাছের পেটে ইউনুস নবীর জীবন কাহিনী| হযরত ইউনুস আঃ ও মাছের অলৌকিক কাহিনী । #ইসলামিক_কাহিনী #storytelling
🐳 হযরত ইউনুস (আঃ) ও মাছের অলৌকিক কাহিনী 🌊
হযরত ইউনুস (আঃ) ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী। তাকে নিনাওয়া (ইরাক) শহরের অধিবাসীদের কাছে আল্লাহর পথে ডাকার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও যখন তারা তাঁর আহ্বানে সাড়া দিল না, তখন তিনি আল্লাহর আদেশের অপেক্ষা না করেই রাগ করে জনপদ ছেড়ে চলে যান। এই কাজটিকে মহান আল্লাহ পছন্দ করেননি।
ঘটনা সংক্ষেপে:
যাত্রা ও পরীক্ষা: ইউনুস (আঃ) জনপদ ছেড়ে একটি বোঝাই জাহাজে উঠলেন। মাঝ সমুদ্রে জাহাজটি ঝড়ের কবলে পড়লে তৎকালীন নিয়ম অনুযায়ী জাহাজের লোকেরা মনে করলো কোনো অপরাধী জাহাজে আছে, যার কারণে এই বিপদ।
লটারি: লটারি করা হলে বারবার ইউনুস (আঃ)-এর নামই উঠলো। তখন বাধ্য হয়েই তিনি নিজেকে সমুদ্রে নিক্ষেপ করতে বললেন।
মাছের পেটে: আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাঁকে গিলে ফেলল। কিন্তু মাছটি আল্লাহর হুকুমে তাঁকে পেটের ভেতর অক্ষত রাখলো।
বিপদে দোয়া: মাছের পেটের ভেতর ঘন অন্ধকারে (রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার) তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং এক বিশেষ দোয়া পাঠ করলেন:
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন"
(অর্থ: "হে আল্লাহ! আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী/জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।")
উদ্ধার: আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন তাঁকে সমুদ্রের তীরে উগরে দিতে। মাছ তাঁকে নদীতীরে নিক্ষেপ করলো।
সুস্থতা লাভ: মাছের পেটে থাকার কারণে তিনি ভীষণ দুর্বল ও অসুস্থ ছিলেন। আল্লাহ সেখানে লাউ জাতীয় (ইয়াকতীন) একটি গাছ দ্রুত সৃষ্টি করে দিলেন। এর পাতা তাঁকে ছায়া দিল এবং ফল (বা কচি লাউ) খেয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন।
জাতির কাছে প্রত্যাবর্তন: সুস্থ হয়ে আল্লাহর নির্দেশে তিনি আবার নিজ জাতির কাছে ফিরে গেলেন এবং দেখলেন যে, তাঁর চলে যাওয়ার পর তাঁর উম্মত নিজেদের ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে তওবা (অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা) করেছিল, ফলে আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিয়েছিলেন। ইউনুস (আঃ) ফিরে আসায় তারা তাঁকে সাদরে গ্রহণ করে এবং তাঁর দেখানো পথে চলতে শুরু করে।
হযরত ইউনুস (আঃ)-কে আল্লাহ তা'আলা নিনেভাবাসীদের কাছে নবী হিসেবে পাঠান। তাঁর জাতি অবাধ্যতা করলে এবং আল্লাহর আযাবের ভয় দেখানো সত্ত্বেও তারা ঈমান না আনলে, তিনি আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ছেড়ে চলে যান। এই কারণে আল্লাহ তাঁকে পরীক্ষা করেন।
ইউনুস (আঃ) একটি বোঝাই জাহাজে ওঠেন। মাঝসমুদ্রে জাহাজটি ঝড়ের কবলে পড়লে, তৎকালীন নিয়ম অনুযায়ী লটারিতে তাঁর নাম ওঠে এবং তাঁকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। সাথে সাথেই আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাঁকে গিলে ফেলে। মাছটি তাঁকে অক্ষত অবস্থায় পেটের ভেতর রেখে সাগরে ঘুরতে থাকে।
মাছের পেটের গভীর অন্ধকারে ইউনুস (আঃ) অনুশোচনা করে আল্লাহর কাছে এই দোয়া পাঠ করতে থাকেন: "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন" (অর্থাৎ: হে আল্লাহ! আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী)।
এই দোয়ার বরকতে এবং তাঁর তওবার কারণে আল্লাহ তাঁকে ক্ষমা করেন। নির্দিষ্ট সময় পর (বিভিন্ন বর্ণনায় ৩ দিন থেকে ৪০ দিন পর্যন্ত উল্লেখ আছে) আল্লাহর আদেশে মাছটি তাঁকে সমুদ্রতীরে উগলে দেয়। তখন তিনি ভীষণ অসুস্থ ও দুর্বল ছিলেন। আল্লাহ তাঁর জন্য লাউ জাতীয় গাছ উদগত করেন, যার পাতা খেয়ে তিনি সুস্থতা লাভ করেন।
সুস্থ হয়ে তিনি নিজ কওমের কাছে ফিরে গিয়ে দেখেন যে, তাঁর প্রস্থানের পরই জাতি তওবা করেছে এবং আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিয়েছেন। এই ঘটনা আল্লাহর অপার ক্ষমতা, রহমত ও ক্ষমাশীলতা এবং বিপদে ধৈর্য ও তওবার গুরুত্ব প্রমাণ করে।
মাছের পেটে ইউনুস নবীর জীবন কাহিনী, ইউনুস নবীর অলৌকিক জীবন কাহিনী, ইউনুস নবী মাছের পেটে ওয়াজ, ইউনুস নবীর মাছের পেটে অলৌকিক ঘটনা, ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার ঘটনা, মাছের পেটে ইউনুস নবী, ইউনুস নবীর মাছের পেটের কাহিনী, ইউনুস নবী মাছের পেটে যাওয়ার ঘটনা, ইউনুস নবী মাছের পেটে, হযরত ইউনুস নবীর ৪০দিন মাছের পেটে থাকার সম্পূর্ণ ঘটনা, ইউনুস নবী মাছের পেটে কতদিন ছিলেন, ইউনুস নবীর জীবন কাহিনী, হযরত ইউনুস নবীর জীবন কাহিনী, ইউনুস নবী মাছের পেটে যাওয়ার কাহিনী, মাছের পেটে ইউনুস নবীর ঘটনা
#ইউনুসনবী
#হযরতইউনুসআ
#মাছেরপেটেইউনুস
#যুননুন
#সাহিবুলহুওত
#ইসলামিক_কাহিনী
#ইসলামিকগল্প
#কোরআনের_কাহিনী
#নবীদের_কাহিনী
#নবীর_জীবন
#অলৌকিক_ঘটনা
#আল্লাহর_রহমত
#আল্লাহর_ক্ষমতা
#মাছের_অলৌকিকতা
#তওবার_শক্তি
#ইউনুসের_দোয়া
#লা_ইলাহা_ইল্লা_আন্তা
#বিপদ_মুক্তি
#ধৈর্যের_পরীক্ষা
#ঈমান
#ইসলাম
#নিনাওয়া
#ইরাক
#কিসাসুল_আম্বিয়া
#শিক্ষামূলক_গল্প
#আযাব
#রহমত
#পয়গম্বর
#নবুয়ত
#ইসলামের_শিক্ষা
#ঐতিহাসিক_কাহিনী
#কুরআন
#সুরা_ইউনুস
#সুরা_সাফফাত
#ইসলামিক_ভিডিও
#ইসলামিক_লেকচার 37
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: